Saturday , April 19 2025
ব্রেকিং নিউজ
Home / জরুরী সংবাদ / নতুন বছরে ‘রঘু ডাকাত’ দিয়ে পরিচালনায় আসছেন দেব

নতুন বছরে ‘রঘু ডাকাত’ দিয়ে পরিচালনায় আসছেন দেব

বিনোদন ডেস্ক, ২৬ ডিসেম্বের২০২৪ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): টালিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক দীপক অধিকারী দেব নতুন বছরে ‘রঘু ডাকাত’ দিয়ে পরিচালনায় আসছেন। ২০২৪ সালের বড়দিন তাই তার জীবনে যেন আরও বড়। যিশু খ্রিস্টের জন্মদিন আর তার জন্মের তারিখও একই। এমন দিনে তাকে নতুন রূপ দেখে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা।

 

‘খাদান’ ছবি দিয়ে দেবের মুকুটে আরও একটি পালক। তিনি এ ছবির সৃজনশীল পরিচালক। দেবের প্রযোজনা সংস্থা বুধবার তার সৃজনশীল পরিচালনার কিছু মুহূর্ত শেয়ার করেছে। সেখানেই স্পষ্ট— এ ভূমিকাতেও তিনি সাবলীল। ক্ল্যাপস্টিক দিয়ে শুটিংয়ের শুরু থেকে সহ-অভিনেতাদের দৃশ্য বুঝিয়ে দেওয়া, প্রতিটি দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার আগে আলোচনা— কোনো কিছুই বাদ দেননি সৃজনশীল পরিচালক দেব। আর সৃজনশীল পরিচালক (ক্রিয়েটিভ ডিরেক্টর) হিসাবে তিনি একশতে একশ, সে কথাই জানিয়েছেন তার সহকর্মীরা।

দেব অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সামলাচ্ছেন। টালিউড সাক্ষী— দেব প্রয়োজনে সেটে ট্রলি ঠেলেছেন। চেয়ার বয়ে দিয়েছেন। সৃজনশীল পরিচালকের দায়িত্ব কাঁধে তোলার পর তিনি যেন আরও পরিশ্রমী।

এ বিষয়ে আনন্দবাজার অনলাইনের কাছে সে কথা বলেছেন ছবির পরিচালক সুজিত রিনো দত্ত। তিনি বলেন, প্রথম দিন থেকে দেব ছবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ছবির খুঁটিনাটি থেকে নিজের অভিনয়, প্রযোজনা— অদ্ভুত দক্ষতায় সামলেছেন। রিনো যে অত্যুক্তি করেননি, তা স্পষ্ট ভিডিতে।

সুজিত তা হলে কী করলেন? এমন প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, সবটাই আমি করেছি। দেব আমার কাঁধে কাঁধ মিলিয়েছেন। পাশে ছিলেন এটাই মস্ত ভরসা। কোনো ব্যাপারে অকারণে নাক গলাননি। এটি ওর মস্তবড় গুণ। সেই জায়গা থেকে ছবিমুক্তির দিন পর্যন্ত দুশ্চিন্তায় রাত জেগেছেন সুজিত। এখন কিছুটা হলেও নিশ্চিন্ত। পাশাপাশি আক্ষেপ— জানেন, বহু প্রেক্ষাগৃহে সিঁড়িতে বসে দর্শক ছবি দেখছেন। এদিকে শোর সংখ্যা কম। খুব খারাপ লাগছে।

তিনি বলেন, খাদানের তরফে সব প্রেক্ষাগৃহে দুটো করে শো দেওয়ার কথা বলা হয়েছে, যার জেরে অন্য বাংলা ছবির শোর সংখ্যা নাকি কমে গেছে। প্রতিবাদী পরিচালকের দাবি— যে পরিমাণ শো পাওয়া উচিত, আমরা কিন্তু এখনো পাইনি। শুরুতেও যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছিল। যদি আমরা চেয়েই থাকি তা হলেও অন্যায় করিনি। ছবির ফল অন্তত তেমনই বলছে।

সেসব ভুলে টিম ‘খাদান’ বড়দিন ও দেবের জন্মদিনের উদযাপনে মাতোয়ারা। সহযোগী প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের অফিসের নিচে এ দিন কেক কাটেন দেব। সৃজনশীল পরিচালক হিসাবে তার প্রথম ছবিই সফল। এবার কি সরাসরি পরিচালকের ভূমিকায়? ‘রঘু ডাকাত’ কি তিনিই পরিচালনা করবেন? প্রশ্ন শুনেই চুপ পরিচালক। জানালেন এর উত্তর সময়ের ওপরেই ছেড়ে দেওয়া ভালো।

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *