Saturday , April 19 2025
ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / ক্রিকেট / অস্ট্রেলিয়া বড়দিনে বক্সিং ডে টেস্টের একাদশ ঘোষণা করলো

অস্ট্রেলিয়া বড়দিনে বক্সিং ডে টেস্টের একাদশ ঘোষণা করলো

স্পোর্টস ডেস্ক, ২৭ ডিসেম্বের ২০২৪ইং (ডিজিটাল বাংলাদেশ  রিপোর্ট): ২৫ ডিসেম্বর পালন করা হয় খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’। বড়দিনের পরদিনটা পরিচিত বক্সিং ডে নামে। অস্ট্রেলিয়ার জন্য বক্সিংডে টেস্ট রীতিমত ঐতিহ্য বহন করে। এবারের বক্সিংডে তে তাদের প্রতিপক্ষ ভারত।

 

চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজে মেলবোর্নে ৪র্থ ম্যাচ শুরু হচ্ছে বড়দিনের ঠিক পরদিনে। চতুর্থ টেস্ট শুরুর একদিন আগেই একাদশ প্রকাশ করেছে অজিরা। যেখানে একাদশে আনা হয়েছে দুইটি পরিবর্তন।

 

বুধবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের দিন চতুর্থ টেস্টের একাদশ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের পর চতুর্থ টেস্টের জন্য অজি ব্যাটসম্যান ট্রাভিস হেডের খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। তবে সেই শঙ্কা কাটিয়ে চতুর্থ টেস্টের একাদশে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

 

অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন হেড। যার কারণেই তাকে একাদশে জায়গা দেয়া হয়েছে। চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে সর্বাধিক রান সংগ্রাহক ট্রাভিস হেড। ৩ টেস্টের ৫টি ইনিংসে ৮১.৮০ গড়ে তিনি করেছেন ৪০৯ রান। সিরিজে এখন পর্যন্ত ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন হেড।

 

এদিকে ন্যাথন ম্যাকসুইনির জায়গায় উসমান খাজার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে স্যাম কনস্টাসকে। ১৯ বছর বয়সি এই ওপেনারের অভিষেক হচ্ছে মেলবোর্ন টেস্টে। আরেকটি পরিবর্তন অস্ট্রেলিয়ার বোলিং ইউনিটে। ইনজুরির কারণে চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেছেন জশ হ্যাজেলউড। তার জায়গা দলে ফিরেছেন স্কট বোল্যান্ড।

 

চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়া একাদশ

 

উসমান খাজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।

About digitalbangladesh24

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *