Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / জরুরী সংবাদ / রোমান্টিক সিনেমা আশিকি ৩-এ তৃপ্তি কার্তিকের চমক

রোমান্টিক সিনেমা আশিকি ৩-এ তৃপ্তি কার্তিকের চমক

বিনোদন ডেস্ক,২৮ ডিসেম্বের ২০২৪ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): বলিউড অভিনেত্রী তৃপ্তি দীমরি। সিনেমাজগতে আসার আগে ওটিটি প্ল্যাটফর্মে তার পরিচিতি থাকলেও, রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটি মুক্তি পাওয়ার পর, তিনি কেবল দর্শকদের কাছ থেকে জনপ্রিয়তাই অর্জন করেননি বরং হয়ে ওঠেন ন্যাশনাল ক্রাশ। তৃপ্তি ‘অ্যানিমেল’-এ জয়ার চরিত্রে অভিনয় করেছিলেন এবং তিনি রণবীরের সঙ্গে বেশ কিছু দৃশ্যে অভিনয়ের সুযোগ পান। তবে এখন তৃপ্তির ক্যারিয়ারে আরেকটি বড় সংযোজন ঘটতে চলেছে।

 

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা সূত্রে জানা যায়, অভিনেত্রী কার্তিক আরিয়ানের বিপরীতে আসন্ন রোমান্টিক সিনেমা ‘আশিকি ৩’-চুক্তিবদ্ধ হয়েছেন।

 

সিনেমাটি পরিচালনা করবেন অনুরাগ বসু এবং প্রযোজক ভূষণ কুমার। ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় চলচ্চিত্রের জন্য প্রধান নারী চরিত্রের খোঁজ বেশ কিছুদিন ধরে চলছিল। অবশেষে তা শেষ হয়েছে তৃপ্তিকে নির্বাচনের মাধ্যমে। এই সিনেমাটি তার ক্যারিয়ারের একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হতে যাচ্ছে।

 

‘আশিকি’ চলচ্চিত্রটি প্রথম মুক্তি পায় ১৯৯০ সালে এবং এতে অভিনয় করেছিলেন দুই নতুন মুখ, রাহুল রায় এবং অনু আগারওয়াল। সিনেমাটি তাদের রাতারাতি সেলিব্রিটি বানিয়ে দেয় এবং চলচ্চিত্রটি অপ্রত্যাশিতভাবে সংগীতের কারণে হিট হয়। এরপর দ্বিতীয় চলচ্চিত্র, ‘আশিকি ২’ বহু বছর পর ২০১৩ সালে মুক্তি পায় এবং এতে অভিনয় করেছিলেন আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর।

 

এখন ‘আশিকি ৩’তে কার্তিক আরিয়ান এবং তৃপ্তির রসায়ন কেমন হবে, সেটি দেখার বিষয়। এদিকে সিনেমাটির শুটিং কবে শুরু হবে এবং সিনেমায় আরও কারা অভিনয় করছেন এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি নির্মাতারা।

 

এর আগে তৃপ্তি দিমরিকে আনিস বাজমি পরিচালিত ‘ভুলভুলাইয়া ৩’ তে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যায়।

About digitalbangladesh24

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *