Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / বিনোদন / ছোট পর্দার খবর / আমি একজন পুলিশ অফিসারের স্ত্রীর চরিত্রে অভিনয় করছি : বলেছেন, অভিনেত্রী রাইমা

আমি একজন পুলিশ অফিসারের স্ত্রীর চরিত্রে অভিনয় করছি : বলেছেন, অভিনেত্রী রাইমা

বিনোদন ডেস্ক,২৯ ডিসেম্বের ২০২৪ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটিকে কেন্দ্র করে সিনেমাপ্রেমী দর্শকের জন্য উপহার হিসেবে থাকে নতুন নতুন সিনেমা। মুক্তির তালিকায় এগিয়ে থাকে হলিউড-বলিউড। তবে এবার পিছিয়ে নেই টালিউড ইন্ডাস্ট্রিও। বড়দিনে বাংলা ছবির দর্শকের জন্য বড় উপহার নিয়ে আসছেন অভিনেত্রী রাইমা সেন। মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘চালচিত্র: দ্য ফ্রেম ফ্যাটাল’ সিনেমা। এটি পরিচালনা করছেন প্রতীম ডি গুপ্ত।

 

সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হয়। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। এরপর তাদের হাতে আসতে থাকে একের পর এক উটনেস। খুলতে থাকে রহস্যের জট। এমনই এক গল্পে অভিনয় করেছেন রাইমা সেন, যা ট্রেলারে তিনি বুঝিয়ে দিয়েছেন আরও একটি ভয়ংকর থ্রিলার তিনি দর্শকদের উপহার দিতে যাচ্ছেন। সিনেমাটি ২০ ডিসেম্বর কলকাতায় মুক্তি পাবে।

 

সিনেমাটি নিয়ে রাইমা বলেন, ‘এই সিনেমায় আমি একজন পুলিশ অফিসারের স্ত্রীর চরিত্রে অভিনয় করছি। গল্পটি যখন আমার কাছে আসে তখন দেখেই একটু অবাক হই। আবারও পুলিশের স্ত্রীর চরিত্রের জন্য আমাকে নির্ধারণ করা হয়েছে! কারণ এর আগে আমি একই ধরনের চরিত্রে দুটি সিনেমায় অভিনয় করেছি, এটি নিয়ে তিনটি। কাজ তিনটি করে বুঝতে পেরেছি যে, পুলিশের স্ত্রী হওয়া সহজ নয়। কাজটি যেমন গোছানো হয়েছে, তেমনি গল্পের পরতে পরতে টুইস্ট আছে। এ ছাড়া আমি টোটা রায়চৌধুরীর বিপরীতে অভিনয় করছি। মজার বিষয় হচ্ছে, ২০ বছর পর আমরা আবারও একসঙ্গে কাজ করলাম। সবকিছু মিলিয়ে কাজটি সুন্দর হয়েছে। এখন দর্শকের কাছে কেমন লাগবে সেটাই দেখার।’ এ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। এটি টালিউডে তার প্রথম সিনেমা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, রাইমা সেন, স্বস্তিকা দত্ত প্রমুখ।

About digitalbangladesh24

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *