Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / আন্তর্জাতিক / ধূমপান ত্যাগ এখন ‘স্মার্ট ওয়াচে’

ধূমপান ত্যাগ এখন ‘স্মার্ট ওয়াচে’

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০২ জানুয়ারি২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): ‘স্মার্ট ওয়াচে’ সহজ হবে ধূমপান ত্যাগ-এমনটাই বলছে নতুন গবেষণা। গবেষকরা এমন একটি মোশন সেন্সর তৈরি করছে যা হাতের নড়াচড়া শনাক্ত করতে সক্ষম। যখন কেউ সিগারেট ধরাবে তখনই কাজ করবে সেই মোশন সেন্সর।

স্ক্রিনে দেখা যাবে সতর্কতা ফ্ল্যাশ। এরপর ধূমপায়ীর উদ্দেশে পাঠানো হবে বার্তা। এমনকি ডিভাইসটিতে এক ধরনের কম্পনও শুরু হবে। ফলে মনের অজান্তে কেউ ধূমপান করতে চাইলেও সতর্ক হয়ে যাবে। বুধবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

আধুনিক ডিভাইসটির সতর্কবার্তায় লেখা থাকবে-‘ধূমপান বন্ধ করা আপনাকে আরও সহজে শ্বাস নিতে দেয়। এটি ছেড়ে দেওয়া ভালো।’ এমনকি কোনো একদিনে কতগুলো সিগারেট সেবন করা হয়েছিল সেগুলোর সব তথ্যও দেখা যাবে।

ব্রিস্টল ইউনিভার্সিটির গবেষকরা বিশ্বাস করেন, তাদের অ্যাপটি পূর্ণরূপে একটি স্মার্ট ওয়াচ। এটি স্মার্টফোনের সঙ্গে যুক্ত করার প্রয়োজন নেই। একই বিশ্ববিদ্যালয়ের তামাক ও অ্যালকোহল গবেষণা গ্রুপের ক্রিস স্টোন বলেছেন, ‘মানুষ স্মার্ট ওয়াচটি পছন্দ করে। তারা ধূমপান করার সময় এটি একটি বার্তা প্রদানের ধারণা পছন্দ করে। অতএব, আমরা যদি এটিকে ভালোভাবে ব্যবহার করি তবে আমাদের প্রচেষ্টা আরও সফল হওয়ার সুযোগ রয়েছে।

স্টোন আরও বলেন,  ‘আমরা চাই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন আনুন।’

জেএমাইআর ফরম্যাটিভ রিসার্চ জার্নালে প্রকাশিত গবেষণায়, স্মার্ট ওয়াচ অ্যাপটি ধূমপান ত্যাগ করতে আগ্রহী ১৮ জনের ওপর পরীক্ষা করা হয়েছিল। অংশগ্রহণকারীদের বয়স ছিল ১৮ থেকে ৭০ বছরের মধ্যে ছিল। তারা ডান হাতে দিনে ১০টিরও বেশি সিগারেট ধূমপান করত।

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *