Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / জরুরী সংবাদ / আবরার হত্যা নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত

আবরার হত্যা নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত

বিনোদন ডেস্ক, ০৪ জানুয়ারি২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ড অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রুম নম্বর ২০১১’ প্রদর্শিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় বগুড়া শহরের চেলোপাড়ায় মধুবন সিনেপ্লেক্সে বহুল আলোচিত ৫০ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিশেষ প্রদর্শনী সম্পন্ন হয়।
বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের প্রদর্শনীতে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পুলিশের প্রতিনিধি, শিক্ষক, শিল্প-সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। চাঞ্চল্যকর আবরার ফাহাদের সত্য ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেছেন একই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আনান জামান। চলচ্চিত্রে অভিনয় করেছেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী। আগামী ৪ ও ৫ জানুয়ারিতেও চলচ্চিত্রটির প্রদর্শনী চলবে।

জিসু এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক শেখ জিসান আহমেদ জানান, বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে মুক্তির মধ্য দিয়ে চলচ্চিত্রটির শুভমুক্তি হয়েছে। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক ও বগুড়ার তরুণ চলচ্চিত্র নির্মাতা ও নাট্যকর্মী সুপিন বর্মন ‘রুম নম্বর ২০১১’ চলচ্চিত্রের সার্বিক সফলতা কামনা করেন। তিনি বগুড়া শহরের মধুবন সিনেপ্লেক্সে গিয়ে চলচ্চিত্রটি দেখার জন্য সবাইকে আহবান জানিয়েছেন।

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *