ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৫ জানুয়ারী ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ফেব্রুয়ারিতে ঢাকা সফরে আসছেন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
এর আগে বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইসহাক দার জানান, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা সফর করবেন।
এসময় বাংলাদেশকে সহযোগিতার মূল অংশীদার হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই এবং পাকিস্তান তাদের সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে।’