Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / অন্যান্য খেলার খবর / সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক এবার লিভারপুল কিনতে পারেন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক এবার লিভারপুল কিনতে পারেন

স্পোর্টস ডেস্ক, ০৯ জানুয়ারী ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ধনী এবং টেসলা, স্পেসএক্স ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক এবার লিভারপুল কিনতে পারেন! এমনটাই ইঙ্গিত দিয়েছেন তার বাবা এরল মাস্ক।

 

একটি ব্রিটিশ রেডিও শোতে ‘টাইমস রেডিওতে’ দেওয়া সাক্ষাৎকারে এরল মাস্ক বলেন, ‘ইলন লিভারপুল কিনতে চাইবে, অবশ্যই। যে কেউ এমন একটি সুযোগ পেলে তা লুফে নেবে, আমিও চাইবো!’

 

এরল মাস্ক আরও জানান, লিভারপুলের সঙ্গে তাদের পরিবারের গভীর সম্পর্ক রয়েছে। ইলনের পিতামহী কোরা অ্যামেলিয়া রবিনসন লিভারপুলে জন্মগ্রহণ করেছিলেন এবং পরে দক্ষিণ আফ্রিকায় চলে যান।

 

তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ‘লিভারপুলের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) যদি ইলনের আগ্রহের কথা জানতে পারে, তবে তারা ক্লাবের দাম আরও বাড়িয়ে দিতে পারে।’

এটি অবশ্য প্রথমবার নয় যে, ইলন মাস্ক কোনো ফুটবল ক্লাব কেনার গুঞ্জনের কেন্দ্রে রয়েছেন। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ব্রেন্টফোর্ডের কাছে হারের পর মাস্ক মজার ছলে বলেছিলেন, তিনি ইউনাইটেড কিনছেন। পরবর্তীতে তিনি জানান, এটি নিছক কৌতুক ছিল, তবে যদি ফুটবল ক্লাব কেনার প্রয়োজন হতো, তবে তার প্রথম পছন্দ হতো ম্যানচেস্টার ইউনাইটেড।

 

বর্তমানে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল যদি বিক্রির জন্য উন্মুক্ত হয় এবং মাস্ক সত্যিই আগ্রহী হন, তবে এটি বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত মালিকানা পরিবর্তন হতে পারে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এই গুঞ্জন ইতোমধ্যেই বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছে।

About digitalbangladesh24

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *