Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / অন্যান্য খেলার খবর / ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বিপিএলে ম্যাচ হারার পর কার দিকে তেড়ে গেলেন

ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বিপিএলে ম্যাচ হারার পর কার দিকে তেড়ে গেলেন

স্পোর্টস ডেস্ক, ১০ জানুয়ারী ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): বিপিএলে বরিশাল-রংপুরের উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে যখন দুই দলের খেলোয়াড়রা সৌজন্য বিনিময় করছিলেন, তখনই টিভি ক্যামেরায় ধরা পড়ল এক ব্যতিক্রমী দৃশ্য। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে দেখা গেল রংপুর রাইডার্সের ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের দিকে ক্ষুব্ধভাবে তেড়ে যেতে। তবে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে রংপুর রাইডার্সের এক কর্মকর্তা দ্রুত তামিমকে শান্ত করেন এবং সরিয়ে নিয়ে যান।

 

কী হয়েছিল? কেন ক্ষুব্ধ হলেন তামিম?

 

খোঁজ নিয়ে জানা গেছে, ম্যাচ শেষে হাত মেলানোর সময় অ্যালেক্স হেলস তামিমের উদ্দেশে আপত্তিকর মুখভঙ্গি করেন। এ ঘটনায় চটে যান বরিশাল অধিনায়ক। তিনি সরাসরি হেলসকে জিজ্ঞেস করেন, ‘এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’

 

তবে বিষয়টি সেখানেই শেষ হয়নি। হেলস পেছন থেকে কিছু বলতেই আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন তামিম এবং রেগে গিয়ে তার দিকে তেড়ে যান। তখনই রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম দ্রুত এগিয়ে এসে তামিমকে শান্ত করার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে যোগ দেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান, তবে তিনি শুধুমাত্র সৌজন্যমূলক করমর্দনের জন্যই সেখানে গিয়েছিলেন।

 

ম্যাচ শেষে এই উত্তেজনার বিষয়ে জানতে চাওয়া হলে রংপুর অধিনায়ক নুরুল হাসান বলেন, ‘আমি খুব কাছ থেকে দেখিনি। যখন ফিরে আসছিলাম, তখন শুধু দেখেছি কিছু একটা হয়েছে। ড্রেসিংরুমে গিয়ে বিস্তারিত জানতে পারব। তবে যে কিছু একটা হয়েছে, সেটা নিশ্চিত।’

 

এদিকে, ফরচুন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালও বিষয়টি নিয়ে কথা বলেছেন। তবে তিনি ঘটনার বিস্তারিত জানেন না বলে স্বীকার করেন। তার ভাষায়, ‘আমি নিশ্চিত নই, কারণ এটা নিয়ে এখনো দলের মধ্যে কোনো আলোচনা হয়নি। তবে তামিম উত্তেজিত হয়েছিল, এটা দেখেছি।’

 

তামিমের প্রতিক্রিয়াকে আবেগপ্রসূত বলেই মনে করছেন নাফিস, ‘এ ধরনের হাড্ডাহাড্ডি ম্যাচ হেরে গেলে স্বাভাবিকভাবেই আবেগ কাজ করে। আশা করি, এটা কোনো বড় কিছু নয়। নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছিল, যেটার প্রতিক্রিয়ায় তামিম উত্তেজিত হয়েছে। তবে আমার মনে হয়, এটা গুরুতর কিছু নয়।’

 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিতে শেষ বল পর্যন্ত রোমাঞ্চ ছিল চরমে। ফরচুন বরিশালের দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শেষ ওভারে ২৬ রান প্রয়োজন ছিল রংপুরের। কিন্তু অধিনায়ক নুরুল হাসান সোহানের বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ ওভারেই ৩০ রান তুলে নেয় রংপুর রাইডার্স। ৭ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলে দলকে ৩ উইকেটের অবিশ্বাস্য জয় এনে দেন তিনি।

 

তবে ম্যাচের রোমাঞ্চের পাশাপাশি তামিম-হেলস উত্তেজনার ঘটনাটিও ক্রিকেট ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। যদিও এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি হয়নি, তবে এই ঘটনার রেশ কি পরবর্তী ম্যাচেও থাকবে? সেটাই এখন দেখার বিষয়।

About digitalbangladesh24

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *