Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / অন্যান্য খেলার খবর / শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস টানা পঞ্চম হারের স্বাদ পেল

শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস টানা পঞ্চম হারের স্বাদ পেল

স্পোর্টস ডেস্ক, ১০ জানুয়ারী ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): হারের বৃত্ত থেকে যেন বেরই হতে পারছে না ঢাকা ক্যাপিটালস। চলতি বিপিএলের ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে তিনটিতেই হারের তিক্ত স্বাদ পায় শাকিব খানের দল। সিলেট পর্বে খেলতে নেমেও ভাগ্য বদল হলো না তাদরে। সিলেট পর্বে এখন পর্যন্ত দুই ম্যাচে হেরে টানা পাঁচ ম্যাচে হারলো ঢাকা।

 

আজ বৃহস্পতিবার (৯ জারুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাটিংয়ে নামে ঢাকা। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রানের লড়াকু পুঁজি পায় ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগং কিংস। এই নিয়ে টানা ৫ ম্যাচ হেরে বিপিএল পয়েন্ট টেবিলের তলানিতে শাকিব খানের দল। আর চিটাগং দুই ম্যাচ জিতে তুলে নিয়েছে ৪ পয়েন্ট।

 

চিটাগং কিংসের হয়ে আজ ওপেনিংয়ে নামেন পারভেজ হোসেন ইমন ও উসমান খান। শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন তারা। প্রথম ৬ ওভারেই তারা তুলে নেন ৫৫ রান। তবে পরের ওভারেই এই ভেঙে ঢাকাকে স্বস্তি এনে দেন ফরমানুল্লাহ সাফি।

 

ফরমানুল্লাহ সাফির বলে স্টিফেন এসকিনাজির হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান পারভেজ হোসেন ইমন। আউট হওয়ার আগে করেন ১৬ বলে ১৭ রান।

 

পারভেজ হোসেন ইমনের বিদায়ের পর গ্রাহাম ক্লার্ককে নিয়ে জুটি গড়েন উসমান খান। ঢাকার বিপক্ষে আজ তিনি ২৫ বলে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তবে অর্ধশতক তুলে নেওয়ার পর নিজের ইনিংসকে আর বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তিনি।

 

৩৩ বলে ৫৫ রান করে মোস্তাফিজুর রহমানের বলে নাজমুল ইসলামের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরের পথ ধরেন তিনি। তার বিদায়ে ১০৬ রানে ২ উইকেট হারায় বন্দরনগরীর দলটি।

 

১০৬ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন গ্রাহাম ক্লার্ক ও মোহাম্মদ মিঠুন। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান মোসাদ্দেক হোসেন। মোসাদ্দেক হোসেনের বলে জেসন রয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিযনে ফিরে যান গ্রাহাম ক্লার্ক। আউট হওয়ার আগে করেন ৩২ বলে ৩৯ রান। তার বিদাযে ভাঙে ৩৮ রানের জুটি।

 

গ্রাহাম ক্লার্কের বিদায়ের পর জুটি গড়ে দলের হাল ধরেন মোহাম্মদ মিঠুন ও শামীম হোসেন। ক্রিজে নেমেই ঢাকার বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন শামীম হোসেন।

 

জয়ের জন্য ১২ বলে ২৩ রান দরকার ছিল চিটাগং কিংসের। তখনো ভাগ্যের পেন্ডুলাম ঝুলছিল দুদলের মাঝামাঝিতে। কিন্তু ১৯তম ওভারেই সেই পেন্ডুলাম এককভাবে নিজেদের দিকে ঘুরিয়ে দিলো চিটাগং। যার প্রধান নায়ক শামীম হোসেন।

 

মোসাদ্দেক হোসেনের করা ১৯তম ওভারে ২ চার ও ১ ছক্কা হাঁকিয়ে শামীম তুললেন ১৮ রান। ফলে শেষ ওভারে চিটাগংয়ের দরকার ছিল ৫ রান। সেই রান তুলতে বন্দরনগরীর দলটির খেলতে হয়েছে ৩ বল। অর্থাৎ ৩ বল আর ৭ উইকেট হাতে রেখে চলতি বিপিএলের দ্বিতীয় জয় তুলে নিয়েছে চিটাগং। অন্যদিকে ৫ ম্যাচেই সবগুলোতেই হারলো ঢাকা। মোহাম্মদ মিঠুন ২২ বলে ৩২ ও শামীম হোসেন ১৪ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

About digitalbangladesh24

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *