Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / রাজনীতি / অন্যান্য দলের খবর / মাল্টিপল ভিসা সুবিধা ও ১৮ হাজার বাংলাদেশি কর্মীকে পুনরায় সুযোগ দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

মাল্টিপল ভিসা সুবিধা ও ১৮ হাজার বাংলাদেশি কর্মীকে পুনরায় সুযোগ দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ঢাকা, ১৩ জানুয়ারী ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ  রিপোর্ট): আজ সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যান মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। এ সময় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

মালয়েশিয়ায় কাজে যোগদানের তারিখ অতিক্রম করা ১৮ হাজার বাংলাদেশি কর্মীকে পুনরায় সুযোগ দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

 

এ বিষয়ে হাইকমিশনার সুহাদা বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে এ বিষয়ে একটি বৈঠক করেছে। আগামীকাল মঙ্গলবারও একই ধরনের একটি বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।

 

গত অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সফরের কথা উল্লেখ করে ড. ইউনূস আশা প্রকাশ করেন, মালয়েশিয়া প্রক্রিয়াটি দ্রুত শেষ করবে, যেন পরবর্তীতে আরও কর্মী মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করতে পারে।

 

চলতি বছরের ১ জানুয়ারি আসিয়ানের সভাপতির দায়িত্ব নেওয়ায় ড. ইউনূস মালয়েশিয়াকে অভিনন্দন জানান। এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার এবং এর ফলে পূর্ণ সদস্য হওয়ার জন্য বাংলাদেশের বিষয়ে মালয়েশিয়ার সমর্থন কামনা করেন।

 

এ সময় বাংলাদেশে বিনিয়োগসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মালয়েশিয়াকে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

About digitalbangladesh24

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *