Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / অন্যান্য খেলার খবর / ক্যারিবীয় সফরে নারী ক্রিকেট দলের সঙ্গে সরকারী কর্মকর্তাদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক

ক্যারিবীয় সফরে নারী ক্রিকেট দলের সঙ্গে সরকারী কর্মকর্তাদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক

স্পোর্টস ডেস্ক, ১৪ জানুয়ারী ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): বাংলাদেশ নারী ক্রিকেট দল এ মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। ২০ জানুয়ারি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে সফর। তবে এই সফর শুরু হওয়ার আগে আলোচনা শুরু হয়েছে নারী ক্রিকেট দলের সঙ্গে সরকারী কর্মকর্তাদের অন্তর্ভুক্তি নিয়ে।

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেওয়া সরকারি অনুমতিপত্রে (জিও) ৩০ সদস্যের দলের তালিকায় ২১ খেলোয়াড় ছাড়াও ৯ কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের ডকুমেন্টেশন কাম লিঁয়াজো অফিসার মো. রুহুল আমিন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।

 

প্রধান কোচ হিসেবে দলের নেতৃত্ব দেবেন হাসান প্রশান্ত তিলকারত্নে। সঙ্গে থাকবেন স্পিন বোলিং কোচ দিনুক সুলাকাশানা, টিম অপারেশন্স ম্যানেজার এসএম গোলাম ফাইয়াজ, পারফরম্যান্স অ্যানালিস্ট মো. রাশেদ ইকবাল, ফিজিও তানসিন আবদুল তায়েব, এবং ট্রেনার শামসুল হুদা। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই অন্তর্ভুক্তি নিয়ে ক্রীড়াঙ্গনে প্রশ্ন উঠেছে। বিশেষত, জাতীয় ক্রীড়া পরিষদের একজন ডকুমেন্টেশন অফিসারের অন্তর্ভুক্তি অনেককেই বিস্মিত করেছে।

 

ক্রীড়াপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে, ব্যয়বহুল এই সফরে প্রকৃত প্রয়োজনীয়তার চেয়ে রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব কি কাজ করছে। বিশেষত, জাতীয় ক্রীড়া পরিষদের ক্রিকেট সংশ্লিষ্ট কোচ কিংবা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের না রেখে একজন সাধারণ শাখার কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা নিয়ে সমালোচনা চলছে।

 

এ বিষয়ে মো. রুহুল আমিন দেশের একটি বেসরকারী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাকে খেলা দেখার জন্য ওয়েস্ট ইন্ডিজ পাঠানো হচ্ছে। আমি দীর্ঘদিন সাধারণ শাখায় ছিলাম না। প্রায় ১২ বছর বঞ্চিত ছিলাম। স্যার (ক্রীড়া পরিষদের সচিব) আমাকে পাঠাচ্ছেন কাজের সুযোগ দেওয়ার জন্য।’

 

তবে এই সফর তার ১২ বছরের বঞ্চনার প্রতিদান কি না জানতে চাইলে তিনি উত্তর দেন, ‘এটা বলা যাবে না। স্যার বড় মনের মানুষ, তাই আমাকে পাঠাচ্ছেন।’

 

এ বিষয়ে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলামের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

নারী ক্রিকেট দলের এই সফর ঘিরে কর্মকর্তাদের অন্তর্ভুক্তি নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা প্রশাসনিক স্বচ্ছতা ও ক্রীড়া নীতির ওপর প্রশ্ন তুলে দিয়েছে।

About digitalbangladesh24

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *