Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / আন্তর্জাতিক / নির্বাচিত সরকার এলে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে : ভারতীয় সেনাপ্রধান

নির্বাচিত সরকার এলে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে : ভারতীয় সেনাপ্রধান

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৪ জানুয়ারী ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): ভারত ও বাংলাদেশের সেনাবাহিনী পর্যায়ে সম্পর্ক আগের মতোই আছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তবে রাষ্ট্রীয় তথা দুদেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক বিষয়ে তিনি বলেছেন, বাংলাদেশে ‘নির্বাচিত সরকার’ ক্ষমতায় এলে এ বিষয়ে আলোচনা করা যাবে।

 

ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে সোমবার সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ও সামরিক সম্পর্ক নিয়ে প্রশ্নটি করেন একজন সাংবাদিক।

 

ভারতের সেনাপ্রধান বলেন, ‘ভারতের এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার (কৌশলগত অংশীদার) হচ্ছে বাংলাদেশ। কোনো ধরনের শত্রুতা দুদেশের জন্যই ক্ষতিকর। আর তাতে কারও স্বার্থ চরিতার্থ হবে না।’

 

প্রতিবেশি হিসেবে দুদেশকেই একসঙ্গে বাস করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘পরস্পরকে জানতে ও বুঝতে হবে। দুদেশের সামরিক সম্পর্ক ঠিক রয়েছে। কিন্তু সার্বিক সম্পর্কের বিষয়ে বলবো, বাংলাদেশে নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে।’

 

বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্কের বিষয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে দাবি করেন।

 

‘যখন পরিবর্তনটা হলো তখন থেকেই আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। গত ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সেও আমাদের কথা হয়েছে’— যোগ করেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

 

ভারতের সেনাপ্রধান উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতির কারণে দুদেশের যৌথ সামরিক মহড়ার বিষয়টি শুধু পিছিয়ে দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি স্থিতিশীল হলেই তা আবার শুরু হবে।

About digitalbangladesh24

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *