Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / জরুরী সংবাদ / ভারতে বলিউড সুলতান সালমানের জনপ্রিয়তা সবচেয়ে বেশি : কঙ্গনা

ভারতে বলিউড সুলতান সালমানের জনপ্রিয়তা সবচেয়ে বেশি : কঙ্গনা

বিনোদন ডেস্ক, ১৫ জানুয়ারী ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ  রিপোর্ট): বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার আরেক পরিচয় লোকসভার সংসদ সদস্য। এ পরিচয় পাওয়ার পর প্রথম কোনও সিনেমা মুক্তি পেতে চলেছে। নাম ‘ইমার্জেন্সি’। এর প্রচারণায় ব্যস্ত এই অভিনেত্রী। সম্প্রতি সিনেমাটি নিয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে তার বন্ধুত্ব ও জনপ্রিয়তা নিয়ে কথা বলেন তিনি। খবর : টাইমস নাউ

 

বলিউডের এই ‘কুইন’ সবসময় খোলামেলা মন্তব্য করতে পছন্দ করেন। তবে সংসদ সদস্য হওয়ার পর তা অনেকটাই কমেছে। এবার সালমানকে নিয়ে কথা বলে নতুন করে সংবাদের শিরোনাম হলেন তিনি।

 

শুরুতে কঙ্গনা সালমানের সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে বলেন, ‘সালমান খান ও আমি খুবই ভালো বন্ধু। আমরা নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে পরামর্শ শেয়ার করি। দুজনের একসঙ্গে কাজ করার অনেকবার সুযোগ হয়েছে। কিন্তু করা হয়নি। ভালো চিত্রনাট্য পেলে ভবিষ্যতে করতে পারি।

 

এ সময় সালমানের জনপ্রিয়তা নিয়েও কথা বলেন কঙ্গনা। তার মতে ভারতে বলিউড সুলতানের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এ নিয়ে তিনি বলেন, ‘সালমন খানের অসংখ্য অনুরাগী রয়েছেন। মানুষ তাকে অসম্ভব ভালোবাসে । আমি মনে করি, ভারতে তার অনুরাগীই সবচেয়ে বেশি। যারা সালমানকে ভালোবাসেন, মন দিয়েই বাসেন। আর যারা অপছন্দ করেন, তাদের কখনোই তাকে ভালো লাগবে না। কারণ তাকে যারা প্রতিযোগী মনে করেন, সালমান তাদের কাছে কাঁটা হবেনই। এর জন্যই তিনি সালমান খান।’

 

এ সময় বলিউডের তিন খানকে নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছের কথাও প্রকাশ করেন এই নায়িকা ও পরিচালক। তিনি জানান ভালো গল্প হলে তাদের তিনজনের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে তার।

 

এদিকে কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমাটি আগামী ১৭ জানুয়ারি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে। এর আগে এই ছবির একাধিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়।

 

সিনেমাটিতে দেশের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে তাকে। শুধু লিড অভিনেত্রী নন, কঙ্গনা এ সিনেমার পরিচালক ও প্রযোজক। কঙ্গনা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, ভিসাক নায়ার, মহিমা চৌধুরী, মিলিন্দ সুমনের মতো তারকা।

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *