Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / World / Sports / ২২ বছর বয়সেই পিএসএল থেকে অবসরে গেলেন পাকিস্তানি পেসার

২২ বছর বয়সেই পিএসএল থেকে অবসরে গেলেন পাকিস্তানি পেসার

স্পোর্টস ডেস্ক, ১৫ জানুয়ারী ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ  রিপোর্ট): আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। সোমবার (১৩ জানুয়ারি) লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে আসন্ন এই আসরের প্লেয়ার্স ড্রাফট। যেখানে দল পেয়েছেন বিশ্বের অনেক নামি-দামি ক্রিকেটার।

 

২০২৩ সালে পিএসএলের অষ্টম আসরে ২২ উইকেট শিকার করে তাক লাগিয়ে দিয়েছিলেন ইহসানউল্লাহ। ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করে আলোচনায় আশা এই ফাস্ট বোলারকে পাকিস্তানের ক্রিকেটের পরবর্তী বড় তারকা হিসেবে মনে করা হচ্ছিল। এমন পারফরম্যান্সে পাকিস্তান জাতীয় দলেও খেলার স্বপ্ন পূরণ হয়ে যায় তার। কিন্তু সে বছর এপ্রিলে কনুইয়ের ইনজুরি ওলটপালট করে দেয় ইহসানউল্লাহ’র দুনিয়া।

 

ভুল চিকিৎসায় ভোগান্তির শুরু। ক্রমে দৃশ্যপট থেকে হারিয়ে যাওয়া, কাছের মানুষরাও একে একে দূরে সরে গেছেন। এবার আরও বড় ধাক্কা খেয়েছেন তিনি। পিএসএলের সদ্য সমাপ্ত ড্রাফটে কোনো দলই আগ্রহ দেখায়নি এই ফাস্ট বোলারের প্রতি। দল না পেয়ে রাগে ক্ষোভে মাত্র ২২ বছর বয়সে পিএসএল থেকে অবসরের ঘোষণা দিয়েছে এই ফাস্ট বোলার।

 

২০২৩ সালের পিএসএলে ইহসানউল্লাহ খেলেছিলেন মুলতান সুলতানসের হয়ে। ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করে চমক দেখানো এই ফাস্ট বোলার ১৪ ম্যাচে ওভারপ্রতি ৭.৫৯ রান দিয়ে ২২ উইকেট শিকার করেন। যা তাকে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে দিয়েছিল। আফগানিস্তানের বিপক্ষে অভিষেকের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সুযোগ পান এই ইহসানউল্লাহ। এই সিরিজে ওয়ানডে অভিষেকও হয় তার। আর এই সিরিজ খেলার সময়ই কনুইয়ে চোট পান তিনি।

 

সেই চোট কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরলেও পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজিই দলে নেয়নি তাকে। এতেই অভিমান করে পিএসএল থেকে চিরতরে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন ইহসানউল্লাহ।

 

অবসরের ঘোষণা দিয়ে ইহসানউল্লাহ বলেন, ‘আমি পিএসএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চাই না। আমার লক্ষ্য হচ্ছে পিএসএলের ওপর নির্ভর না করেই পাকিস্তানকে প্রতিনিধিত্ব করা।’

 

এই ফাস্ট বোলার আরও বলেন, ‘অতীতে ভালো পারফরম্যান্স করা সত্বেও আমাকে উপেক্ষা করা হয়েছে। একটা ফ্র্যাঞ্চাইজিও আমার সঙ্গে যোগাযোগ করেনি। যদি আপনি পারফর্ম করেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর আপনার পেছনে ছোটার কথা। কিন্তু কেউই আমার কাছে পৌঁছেনি।’

 

ইহসানউল্লাহ মনে করেন, ইনজুরির কারণে বলের গতি হারানোর আশঙ্কায় ফ্র্যাঞ্চাইজিগুলো তার প্রতি আগ্রহ দেখায়নি। কিন্তু ভবিষ্যতে আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে ফিরে আসার প্রতিজ্ঞার কথা জানিয়েছেন এই ২২ বছর বয়সী, ‘আমার লক্ষ্য তাদেরকে আমার পেছনে ছোটানো। আমি ১৫০-১৬০ কিলোমিটার গতিতে বল করব। যারা আমাকে নিয়ে সন্দেহ করছেন যে, আমি ১৩০-১৩৫ কিলোমিটার গতির বোলার, আমি তাদের দেখিয়ে দেব যে, আমি আগের চেয়েও শক্তিশালী। দেড় মাসের মধ্যেই আমি আগের চেয়েও ভালো বোলার হয়ে উঠব, যে ইনজুরিতে পড়ার আগে এইচবিএল পিএসএলের অষ্টম আসরে খেলেছিল।’

 

সোয়াত উপত্যকায় জন্ম নেয়া ইহসানউল্লাহ সবশেষ গত বছর ডিসেম্বরে খেলেছেন। ঘরোয়া টি-টোয়েন্টিতে চার ম্যাচে মাত্র ২টি উইকেট শিকার করেছেন তিনি।

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *