Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / আন্তর্জাতিক / ইরানের সর্বোচ্চ নেতা বৈঠক করলেন ফিলিস্তিনি প্রতিনিধিদের সঙ্গে

ইরানের সর্বোচ্চ নেতা বৈঠক করলেন ফিলিস্তিনি প্রতিনিধিদের সঙ্গে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): গাজা উপত্যকায় যুদ্ধবিরতি মাঝে হামাসের ভারপ্রাপ্ত নেতা খলিল আল হায়াসহ আরও দুই শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সও এ খবর নিশ্চিত করেছে।

 

বৈঠকে হামাস নেতাদের উদ্দেশে আয়াতুল্লাহ খামেনি বলেন, আপনারা ইসরায়েলকে পরাজিত করেছেন। এটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়। তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি।

 

ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, হামাস নেতারা ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে খামেনিকে শুভেচ্ছা জানাতে তেহরানে গেছেন। পাশাপাশি তারা ইরানের দীর্ঘদিনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

প্রতিনিধিদলে হামাসের নেতৃত্ব পরিষদের প্রধান মোহাম্মদ দারউইশ ও শীর্ষ কর্মকর্তা নিজার আওয়াদাল্লাহ উপস্থিত ছিলেন। তারা গাজা ও পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ‘অর্জিত বিজয় ও সাফল্যের’ বিষয়ে খামেনিকে অবহিত করেন।

 

হামাস নেতা খলিল আল হায়া ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা মাথা উঁচু করে আপনার (খামেনি) সঙ্গে দেখা করতে এসেছি।

 

এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হুমকির প্রসঙ্গে খামেনি বলেন, ওয়াশিংটনের হুমকিতে ইরানের মানসিকতায় কোনো পরিবর্তন আসবে না।

 

এই বৈঠক এমন সময়ে হলো, যখন ইসরায়েল-হামাস যুদ্ধ চলছে এবং ইরান এই সংঘাতে প্রকাশ্যে ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে আসছে। ইরান দীর্ঘদিন ধরে হামাসকে সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। তবে তেহরান বরাবরই বলে আসছে, তারা ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে।

About digitalbangladesh24

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *