Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / অপরাধ / ডেভিল যতদিন শেষ না হবে ততদিন অপারেশন চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেভিল যতদিন শেষ না হবে ততদিন অপারেশন চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আজ রবিবার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে।

 

তিনি আরো বলেন, গাজীপুরে যারা ছাত্র-জনতার ওপর ‘হামলার ঘটনা’ ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে এবং বাকিদেরও তাড়াতাড়ি আনা হবে বলেও জানান তিনি।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে।

 

এসময় পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে।”

 

উল্লেখ্য, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে জোরদার অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে এই অভিযান চালাবে যৌথ বাহিনী।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনসংযোগ শাখা থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার পর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে এখন পর্যন্ত ৬৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান।

About digitalbangladesh24

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *