স্পোর্টস ডেস্ক, ০৭ মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): দীর্ঘ প্রতীক্ষার অবসান! চোটের কারণে দীর্ঘ ১৬ মাস জাতীয় দলের বাইরে থাকা নেইমার অবশেষে ফিরলেন ব্রাজিল দলে। এই প্রত্যাবর্তন স্বস্তি এনে দিয়েছে শুধু ব্রাজিলের কোচ ও সতীর্থদেরই নয়, সমর্থকদের মনেও উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে। আর নেইমার নিজেও এই ফেরা নিয়ে দারুণ উচ্ছ্বসিত।
গতকাল (বৃহস্পতিবার) কোচ দরিভাল জুনিয়র ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন, যেখানে জায়গা পেয়েছেন নেইমার। যদিও এর আগে ৫২ সদস্যের প্রাথমিক দলে তার অন্তর্ভুক্তি ছিল, তবে চূড়ান্ত দলে জায়গা পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার অপেক্ষায় ছিলেন সবাই। নেইমার নিজেও ছিলেন উদগ্রীব।
নেইমারের প্রতিক্রিয়া
দল ঘোষণার মুহূর্তটি যেন ছিল এক আবেগঘন অধ্যায়। ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা যায়, নেইমার টিভির সামনে মনোযোগী হয়ে বসে আছেন, চোখে অপেক্ষার ছাপ। স্ক্রিনে তখন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র দল ঘোষণা করছেন। যখন নেইমারের নাম আসে, তখনই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ফিরতে পেরে অনেক আনন্দিত।”
কোচের বিশ্বাস ও প্রত্যাশার
ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেন, “নেইমার কী প্রতিনিধিত্ব করে, তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সে তার ছন্দ ফিরে পাওয়ার পথে আছে, এবং আমরা বিশ্বাস করি, তার সামর্থ্য দিয়ে যেকোনো পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।”
তবে কোচ সতর্কতাও দিয়েছেন, “আমাদের তাকে ধাপে ধাপে প্রস্তুত হতে দিতে হবে, যেন তার ওপর বাড়তি চাপ না পড়ে।”