বিনোদন ডেস্ক, ০৭ মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে থাকেন সংবাদের শিরোনামে। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি নতুন এক সম্পর্কের ইঙ্গিত দিলেন তিনি, যা নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে।
৫ মার্চ (মঙ্গলবার) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেন পরীমণি। ছবিতে দেখা যায়, তিনি এক রহস্যময় যুবকের বুকে মাথা রেখে আছেন। তবে তার পুরো পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী, শুধুমাত্র সেই ব্যক্তির হাতটি দেখা গেছে, যেখানে ভালোবাসার এক বিশেষ চিহ্ন ফুটে উঠেছে।
ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন:
*”জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু বিচ্ছেদের জন্য যেন ভালোবাসা হারিয়ে না যায়। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে… আবার হারিয়ে যাক শরতের সাদা মেঘের মতো, তবে গর্জন ছাড়া। জীবন চলুক জীবনের মতো…”*
এই পোস্টের পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই অনুমান করছেন, পরীমণির পাশে থাকা ব্যক্তি জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদী হতে পারেন। আবার কেউ কেউ মজার ছলে নিজেদের নামও জুড়ে দিচ্ছেন পরীর নতুন প্রেমিক হিসেবে।
পরীমণি নিজেও এই আলোচনায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। তিনি ভক্তদের মন্তব্যে সাড়া দিচ্ছেন এবং ভালোবাসায় সিক্ত হচ্ছেন। তার পোস্টের ভাষা ও ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে, নতুন এক আবেগময় অধ্যায়ে প্রবেশ করেছেন তিনি।
অতীত সম্পর্ক ও নতুন শুরু?
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। তাদের সংসারে ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। তবে পারিবারিক টানাপোড়েনের কারণে ২০২৩ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে।
এখন নতুন করে পরীমণির জীবনে ভালোবাসার ছোঁয়া লাগছে কিনা, তা সময়ই বলে দেবে। তবে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে তিনি তার রহস্যময় সঙ্গীর পরিচয় প্রকাশ করবেন।