Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / রাজনীতি / অন্যান্য দলের খবর / নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘর্ষ : তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদল

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘর্ষ : তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদল

ঢাকা, ০৭ মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর দলটি দ্রুত তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার দিবাগত রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মার্চ (বুধবার) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিষয়টি খতিয়ে দেখতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহইয়া ও সহসভাপতি জহির রায়হানের সমন্বয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদের কাছে লিখিত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কী ঘটেছিল সেদিন?

বুধবার সন্ধ্যা সাতটার দিকে সারজিস আলম বসুন্ধরা আবাসিক এলাকায় আসেন এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দেন। প্রায় তিন ঘণ্টা পর, রাত ১০টার দিকে, ১৫ জন তরুণ হঠাৎ করে তাঁর দিকে স্লোগান দিতে শুরু করেন। উত্তেজনা বাড়তে থাকলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়।

সারজিস আলম পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করেন এবং পরে গাড়িতে উঠে চলে যান। কিন্তু এর পরপরই সংঘর্ষ শুরু হয়।

এক শিক্ষার্থী আহত, অভিযোগ ও পাল্টা অভিযোগ

সংঘর্ষের একপর্যায়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী মো. মুশতাক তাহমিদ আহত হন। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর পিঠে ১৩টি সেলাই দিতে হয়েছে বলে তিনি জানিয়েছেন। মুশতাক এ ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ছাত্রদল নেতা পরিচয়ধারী আহমেদ শাকিল ও তাঁর সহযোগী মাসরুরকে দায়ী করেছেন এবং ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও মামলার দাবি জানিয়েছেন।

ওই রাতেই ভাটারা থানায় আহমেদ শাকিল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কয়েকজন শিক্ষার্থী। পাল্টা অভিযোগ করে অপর পক্ষও। তবে পুলিশ এখনো কোনো অভিযোগকে মামলা হিসেবে নেয়নি।

ছাত্রদলের অবস্থান

ছাত্রদল জানিয়েছে, নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের নির্দেশনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই ঘটনার ফলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ছাত্রদল কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।

 

 

 

 

 

 

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *