ঢাকা, ০৭ মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর তাদের মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর সংগঠনটির কর্মীরা পল্টন এলাকায় সমবেত হয়ে মিছিল শুরু করে।
মিছিলটি বিজয়নগরের দিকে অগ্রসর হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দেয়। প্রথমে প্রায় ১৫ মিনিট মিছিলটি নির্বিঘ্নে চললেও, পুলিশের হস্তক্ষেপে তা ছত্রভঙ্গ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, যার ফলে বিক্ষোভকারীরা চারদিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা পুনরায় সংগঠিত হয়ে মিছিলের চেষ্টা চালায়।
দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত সংঘর্ষ চলমান ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাবাহিনীও মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সক্রিয় ভূমিকা নেয়।
এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে হিযবুত তাহরীরের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সংঘর্ষের পরিপ্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় **নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে**। বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, যাতে সংগঠনটি পুনরায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, তবে সার্বিক নজরদারি বজায় রাখা হয়েছে।