Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / রাজনীতি / অন্যান্য দলের খবর / কলাবাগানে যৌথবাহিনীর অভিযান: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৪ কর্মী আটক

কলাবাগানে যৌথবাহিনীর অভিযান: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৪ কর্মী আটক

**প্রতিনিধি: মোহাম্মদ নাসিম ইসলাম | ডিজিটাল বাংলাদেশ**  

রাজধানীর কলাবাগান এলাকায় যৌথবাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের আটক করা হয়েছে। শুক্রবার রাতের এ অভিযানে সংগঠনটির কলাবাগান থানার সমন্বয়ক সালাহউদ্দিন সালমানসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের পর তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে অভিযুক্তরা রাজধানীর রাসেল স্কয়ার এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। শেখ কবির নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন ওই প্রতিষ্ঠান ভাঙচুরের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা নগদ অর্থ এবং চারটি কম্পিউটার নিয়ে যায়।

ঘটনার পরপরই সেনাবাহিনীর একটি দল সেখানে উপস্থিত হয় এবং অভিযুক্তদের আটক করে। পরে আটককৃতদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বলেন, **“আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”**

নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, রাজধানীতে শৃঙ্খলা বজায় রাখতে এবং বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে সংগঠিত আন্দোলন ও বিক্ষোভকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংগঠনটির কয়েকজন সদস্য জানিয়েছেন, তারা শিগগিরই এ বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করবেন।

এ ঘটনার পর থেকে কলাবাগান এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পরিস্থিতি এখনো শান্ত থাকলেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আটককৃতদের বিষয়ে আরও বিস্তারিত তথ্য তদন্ত শেষেই জানা যাবে।

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *