Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / জাতীয় দলে নাহিদ রানা: শিখতে দ্বিধা নেই, লক্ষ্য শুধুই বাংলাদেশ

জাতীয় দলে নাহিদ রানা: শিখতে দ্বিধা নেই, লক্ষ্য শুধুই বাংলাদেশ

**প্রতিনিধি: মোহাম্মদ নাসিম ইসলাম | ডিজিটাল বাংলাদেশ** 

বাংলাদেশের ক্রিকেটে পেসারদের নতুন যুগের সূচনা হয়েছে। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের পথ ধরে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা। টিভিতে দেখে যাঁদের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন ছোটবেলায়, আজ তাঁদের সঙ্গেই ড্রেসিংরুম ভাগ করছেন তিনি। তবে নিজেকে আরও শাণিত করতে নাহিদ কখনো দ্বিধা করেন না অভিজ্ঞদের সাহায্য নিতে।

নিজের শেখার আগ্রহের কথা জানিয়ে নাহিদ বলেন, **“তাসকিন ভাই, মোস্তাফিজ ভাইদের খেলা দেখে বড় হয়েছি। এখন তাঁদের সঙ্গেই খেলছি। যখন কোনো কিছু বুঝতে পারি না, অথবা তাঁদের যদি মনে হয় আমার কোথাও ঘাটতি আছে, তাহলে তাঁরা এগিয়ে এসে বলেন। আমি নিজেও যেকোনো পরামর্শ নিতে দ্বিধা করি না। প্রয়োজনে তাঁদের কাছেই চলে যাই।”**  

**প্রতিনিধি: মোহাম্মদ নাসিম ইসলাম | ডিজিটাল বাংলাদেশ**

ফ্র্যাঞ্চাইজি লিগের প্রসঙ্গ আসলে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য চিত্রটা ভিন্ন। আন্তর্জাতিক মানের খেলোয়াড় হয়েও অনেক সময় অনুমতি না পাওয়ার বাস্তবতা মেনে নিয়েছেন নাহিদ। তবে এ নিয়ে হতাশ নন তিনি। তাঁর ভাবনা একদম পরিষ্কার, **“আমার পুরো মনোযোগ জাতীয় দলে। বিসিবি যদি অনুমতি দেয়, তাহলে অবশ্যই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব। কিন্তু যদি না দেয়, তাহলে সেটাই মেনে নেব। এটা নিয়ে কোনো সমস্যা নেই।”**  

নাহিদ রানার মতো তরুণদের আগমনে বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে আলোচনা দুনিয়াজুড়ে। আগামী দিনে এই উদীয়মান তারকা কতদূর যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *