Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / জরুরী সংবাদ / বৈষম্যের কোনো স্থান আমাদের সমাজে থাকা উচিত নয় : সালাহ উদ্দিন আহমদ

বৈষম্যের কোনো স্থান আমাদের সমাজে থাকা উচিত নয় : সালাহ উদ্দিন আহমদ

মোহাম্মদ নাসিম ইসলাম-ঢাকা, ০৯ মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আয়োজিত ‘অদম্য নারী শক্তিতে অজেয়’ শীর্ষক এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন,  “এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু। মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের প্রতিবেদনে তুলে ধরেছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে আকাশ থেকে গুলি চালিয়ে নারী ও শিশুকে হত্যা করা হয়েছে।”

 

নারীর ক্ষমতায়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে দেখছেন সালাহ উদ্দিন আহমদ। তাঁর মতে, “বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী নারী। যদি তাঁদের সমৃদ্ধি ও অগ্রগতির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়, তাহলে দেশও সে অনুপাতে এগিয়ে যাবে। বৈষম্যের কোনো স্থান আমাদের সমাজে থাকা উচিত নয়।”

 

গণ-অভ্যুত্থানে শহীদদের স্বপ্ন পূরণের জন্য নারীর ক্ষমতায়নকে সাংবিধানিক, সংসদীয়, আইনি ও প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, “সংসদে নারীদের সংখ্যা বাড়ানোর জন্য সাংবিধানিক সংস্কার কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। আশা করি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে নারীর অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।”

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। এছাড়াও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তাজমেরি এস এ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা, শাম্মী আক্তার, নিলুফার মনি, রেহানা আক্তার, নেওয়াজ হালিমা ও ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

 

এই অনুষ্ঠানের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও গণ-অভ্যুত্থানে তাঁদের অবদান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নারীদের এগিয়ে নেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে, সেটি বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশে তাদের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *