Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / বিনোদন / ছোট পর্দার খবর / ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ভিন্ন ঘরানার পাঁচ নাটক

ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ভিন্ন ঘরানার পাঁচ নাটক

মোহাম্মদ নাসিম ইসলাম-ঢাকা, ০৯ মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে পাঁচটি ভিন্ন স্বাদের নাটক, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিটি নাটকই গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের দিক থেকে আলাদা বৈশিষ্ট্য বহন করছে।

দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছে **”রক্তের বাঁধন”**, যেখানে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। পারিবারিক সম্পর্ক ও আত্মিক বন্ধনের আবেগঘন কাহিনি নিয়ে নির্মিত এই নাটক ইতোমধ্যে ৬৪ লাখের বেশি দর্শক দেখেছেন। নাটকটি পরিচালনা করেছেন তানভীর আহমেদ।

অন্যদিকে, **”মন দুয়ারী”** নাটকটি রোমান্টিক ও পারিবারিক গল্পের সমন্বয়ে দর্শকদের মন জয় করেছে। জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহার অনবদ্য অভিনয় নাটকটিকে জনপ্রিয়তার তালিকার দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে। এতে দাদির চরিত্রে দিলারা জামানের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। জাকারিয়া সৌখিন পরিচালিত এই নাটক ইতোমধ্যে ১ কোটি ৮০ লাখ দর্শকের ভালোবাসা পেয়েছে।

সামাজিক বৈষম্য ও পারিবারিক সম্পর্কের ভিন্ন মাত্রা তুলে এনেছে **”লাল টুকটুকে বউ”**। নতুন বউকে কেন্দ্র করে আবর্তিত এই গল্পে উঠে এসেছে সমাজের বাস্তব চিত্র। আফজাল সুজন ও এথেনা অধিকারী অভিনীত নাটকটি পরিচালনা করেছেন জুয়েল হাসান। মুক্তির পর থেকে এটি ৫০ লাখের বেশি দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে।

নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি জুটির নাটক সবসময়ই ট্রেন্ডিং তালিকায় থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। তাঁদের আরও একটি নাটক **”অফলাইন ভালোবাসা”** চার নম্বরে রয়েছে। ইন্টারনেটনির্ভর জীবনের অভ্যাস বদলে যাওয়ার মজার গল্প দর্শকদের আনন্দ দিয়েছে। এটি পরিচালনা করেছেন সোহেল হাসান।

অ্যাকশনধর্মী নাটক হিসেবে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে **”পাঁজর ৩”**। নারী অপহরণ ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত এই নাটকে সিনেমার মতো মারপিটের দৃশ্য দর্শকদের আকর্ষণ করেছে। আরশ খান ও সুমনা ইয়াসমিন অভিনীত এবং আদিফ হাসান পরিচালিত এই নাটক ৫০ লাখের বেশি দর্শক দেখেছেন।

নাটকপ্রেমীদের ভালোবাসায় এগিয়ে চলেছে এই পাঁচটি নাটক, যা বিভিন্ন ঘরানার গল্পের মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছে।

 

About Anisur rahman Raju

চেক

টান টান উত্তেজনা, দুর্দান্ত গল্প—মালয়ালম থ্রিলার ‘অফিসার অন ডিউটি’ এবার ওটিটিতে

বিনোদন ডেস্ক, ২১ মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে গত কয়েক বছরে থ্রিলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *