মোহাম্মদ নাসিম ইসলাম-ঢাকা, ০৯ মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে পাঁচটি ভিন্ন স্বাদের নাটক, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিটি নাটকই গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের দিক থেকে আলাদা বৈশিষ্ট্য বহন করছে।
দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছে **”রক্তের বাঁধন”**, যেখানে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। পারিবারিক সম্পর্ক ও আত্মিক বন্ধনের আবেগঘন কাহিনি নিয়ে নির্মিত এই নাটক ইতোমধ্যে ৬৪ লাখের বেশি দর্শক দেখেছেন। নাটকটি পরিচালনা করেছেন তানভীর আহমেদ।
অন্যদিকে, **”মন দুয়ারী”** নাটকটি রোমান্টিক ও পারিবারিক গল্পের সমন্বয়ে দর্শকদের মন জয় করেছে। জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহার অনবদ্য অভিনয় নাটকটিকে জনপ্রিয়তার তালিকার দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে। এতে দাদির চরিত্রে দিলারা জামানের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। জাকারিয়া সৌখিন পরিচালিত এই নাটক ইতোমধ্যে ১ কোটি ৮০ লাখ দর্শকের ভালোবাসা পেয়েছে।
সামাজিক বৈষম্য ও পারিবারিক সম্পর্কের ভিন্ন মাত্রা তুলে এনেছে **”লাল টুকটুকে বউ”**। নতুন বউকে কেন্দ্র করে আবর্তিত এই গল্পে উঠে এসেছে সমাজের বাস্তব চিত্র। আফজাল সুজন ও এথেনা অধিকারী অভিনীত নাটকটি পরিচালনা করেছেন জুয়েল হাসান। মুক্তির পর থেকে এটি ৫০ লাখের বেশি দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে।
নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি জুটির নাটক সবসময়ই ট্রেন্ডিং তালিকায় থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। তাঁদের আরও একটি নাটক **”অফলাইন ভালোবাসা”** চার নম্বরে রয়েছে। ইন্টারনেটনির্ভর জীবনের অভ্যাস বদলে যাওয়ার মজার গল্প দর্শকদের আনন্দ দিয়েছে। এটি পরিচালনা করেছেন সোহেল হাসান।
অ্যাকশনধর্মী নাটক হিসেবে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে **”পাঁজর ৩”**। নারী অপহরণ ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত এই নাটকে সিনেমার মতো মারপিটের দৃশ্য দর্শকদের আকর্ষণ করেছে। আরশ খান ও সুমনা ইয়াসমিন অভিনীত এবং আদিফ হাসান পরিচালিত এই নাটক ৫০ লাখের বেশি দর্শক দেখেছেন।
নাটকপ্রেমীদের ভালোবাসায় এগিয়ে চলেছে এই পাঁচটি নাটক, যা বিভিন্ন ঘরানার গল্পের মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছে।