বিনোদন ডেস্ক, 10 মার্চ 2025ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):অভিনয় জগতের পরিচিত মুখ রুনা খানের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন তাঁর বাবা ফরহাদ হোসেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রাতে মৃত্যুবরণ করেন তিনি।
আজ সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক সংক্ষিপ্ত পোস্ট দিয়ে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রুনা খান। আবেগঘন সেই পোস্টে তিনি লেখেন, “আমার আব্বু চলে গেলেন..! তার আত্মার শান্তি হোক…”
ফরহাদ হোসেন ছিলেন একজন সরকারি চাকরিজীবী। জন্ম টাঙ্গাইল জেলার মির্জাপুরের মসদই গ্রামে। জানা গেছে, সেখানেই তাঁকে দাফন করা হতে পারে। বাবার মৃত্যুতে শোকাচ্ছন্ন রুনার পাশে দাঁড়িয়েছেন সহশিল্পীরা, সহকর্মীরা ও অনুরাগীরা।
অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, “শান্তিময় হোক আঙ্কেলের এই অনন্ত যাত্রা।” চলচ্চিত্র অভিনেতা নাঈম শোক প্রকাশ করে লিখেছেন, “শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। আল্লাহ পাক তাঁকে জান্নাতবাসী করুন।” অভিনেত্রী শ্রাবন্তী ও তিন্নিও গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শুধু কাছের মানুষরাই নয়, অভিনয় জগতের অনেকেই শোকবার্তা পাঠিয়েছেন রুনা খানের প্রতি। ওমর সানী, লায়লা হাসান, রোজী সিদ্দিকী, চয়নিকা চৌধুরী, শতাব্দী ওয়াদুদ ও মুকিত জাকারিয়ার মতো শিল্পীরা শোক প্রকাশ করে তাঁর বাবার আত্মার শান্তি কামনা করেছেন।
প্রিয়জন হারানোর এই কষ্টের সময় ভক্ত-অনুরাগীরাও রুনা খানের পাশে থাকার বার্তা দিয়েছেন। একাধিকজন সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবার বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করেছেন।