Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / জরুরী সংবাদ / ছাত্রদলের কর্মিসভায় অনুপ্রবেশকারী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্কবার্তা

ছাত্রদলের কর্মিসভায় অনুপ্রবেশকারী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্কবার্তা

রাজনৈতিক ডেস্ক,10 মার্চ 2025ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতারা সংগঠনের প্রতিটি কর্মীকে অনুপ্রবেশকারী ও গোপন সংগঠন সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন। ভবিষ্যতে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকারও আহ্বান জানান তারা।

রাজধানীর কলাবাগান স্টাফ কোয়ার্টার মাঠে রোববার অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মিসভা। এই সভায় মহানগর পূর্ব ছাত্রদলের নেতারা তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক ঐক্য বজায় রাখার পাশাপাশি সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকার বিষয়ে নির্দেশনা দেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মহানগর পূর্ব শাখা প্রতিটি ওয়ার্ডে কর্মিসভা করছে। মহানগরের আওতাধীন ২৭টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এই সভা অনুষ্ঠিত হচ্ছে, যা ১ মার্চ শুরু হয়েছে এবং আগামী ১৩ মে’র মধ্যে শেষ হবে। সংগঠনকে শক্তিশালী করা, নেতা-কর্মীদের আরও সুসংগঠিত রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

রোববারের কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূঁইয়া। সভায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুল হান্নান মজুমদার, সহসভাপতি আরমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম (রাজিব) ও রশিদ উল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন আবিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মিসভায় সভাপতিত্ব করেন কলাবাগান থানা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন থানা ছাত্রদলের সদস্যসচিব রবিন বাকাউল।

সভায় উপস্থিত নেতারা বলেন, ছাত্রদলের ঐতিহ্য রক্ষায় নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। সংগঠনের মধ্যে অনুপ্রবেশকারীরা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে। তারা আরও বলেন, যে কোনো ষড়যন্ত্রমূলক তৎপরতা রুখতে প্রতিটি কর্মীকে সাংগঠনিকভাবে দক্ষ হতে হবে এবং দলীয় আদর্শ বজায় রাখতে হবে।

নেতারা মনে করেন, সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য ধরে রাখতে এ ধরনের কর্মিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রত্যাশা করেন, এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে, যা ভবিষ্যতে রাজনৈতিক লড়াইয়ে কার্যকর ভূমিকা রাখবে।

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *