খেলা ডেস্ক, ০৬ মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই দুনিয়া কাঁপানো উত্তেজনা, দুই দলের ভক্তদের দম বন্ধ হয়ে আসা মুহূর্ত। তবে এবার যেন একটু ভিন্ন রকমের ম্যাচ হয়ে গেল! বাংলাদেশ সময় গতকাল রাতে কোনো প্রচার-প্রচারণা ছাড়াই একে অপরের মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল, তবে ফুটবলে নয়—ক্রিকেটে!
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনাকে ২৫ রানে হারিয়েছে ব্রাজিল। বুয়েনস আইরেসের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৬৯ রান তোলে ব্রাজিলের নারী দল। রান তাড়ায় আর্জেন্টিনার শুরুটা ভালো হলেও ১৫.১ ওভারে ৪৪ রানে অলআউট হয়ে যায় তারা। ম্যাচের নায়ক ব্রাজিলের নিকোল মন্তেইরো, যিনি মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন এবং হয়েছেন ম্যাচসেরা।
দুই দলের দ্বিতীয় লড়াই হবে ১৭ মার্চ। এরই মধ্যে প্রথম জয় তুলে নিয়ে গ্লোবাল বাছাইপর্বের পথে এগিয়ে গেছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলে নারী ক্রিকেটের উত্থানের ইঙ্গিত দিচ্ছে এমন ম্যাচগুলো, যেখানে ফুটবলের মতো ক্রিকেটেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই।