রাজনৈতিক ডেস্ক, ০৬ মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):স্বাস্থ্য, পুষ্টি ও উন্নয়ন বিশেষজ্ঞ জিয়াউদ্দীন হায়দারকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে বিএনপি। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে তাঁর যোগদান নিয়ে সোমবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলীয় সূত্র বলছে, জিয়াউদ্দীন হায়দারের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ৩৫টির বেশি দেশে টেকসই স্বাস্থ্য, পুষ্টি এবং উন্নয়ন খাতে কাজ করেছেন। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া থাইল্যান্ডের খাদ্য ও কৃষি সংস্থায়, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে, সুইজারল্যান্ডের গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন এবং অস্ট্রিয়ার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়ন খাতে তাঁর গবেষণা ও নেতৃত্বের দক্ষতা বিএনপির নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে দলটি।