Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / বিনোদন / বড় পর্দার খবর / আমলনামা নিয়ে বিতর্ক, যা বললেন রায়হান রাফী!”

আমলনামা নিয়ে বিতর্ক, যা বললেন রায়হান রাফী!”

বিনোদন ডেস্ক, 16 মার্চ 2025ইংজেরি (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):চলচ্চিত্র ‘আমলনামা’ নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী স্পষ্ট করেছেন যে, সিনেমাটির কাহিনি বিশেষ কোনো ব্যক্তিকে কেন্দ্র করে তৈরি হয়নি। ১৩ মার্চ মুক্তি পাওয়া এই চরকি অরিজিনাল সিনেমার ট্রেলার দেখে অনেকেই এর সঙ্গে টেকনাফের পৌর মেয়র একরামুল হকের ঘটনার মিল খুঁজে পাচ্ছেন। তবে নির্মাতা এ ধরনের ধারণা সরাসরি নাকচ করেছেন।

রাফী জানান, ‘আমলনামা’ কোনো সত্য ঘটনার পুনর্নির্মাণ নয়, বরং দেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বহুমাত্রিক বাস্তবতা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত একটি কাহিনিচিত্র। তিনি বলেন, “আমরা বারবার বলেছি, ছবিটি কোনো একক ব্যক্তির কাহিনি নয়। দেশে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার ছায়া অবলম্বনে এই গল্প বলা হয়েছে।”

তবে একরামুল হকের ঘটনার সঙ্গে সিনেমার কোনো সম্পর্ক নেই বলেই নির্মাতা দাবি করেছেন। তিনি বলেন, “আমাদের গল্প কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং সামগ্রিক প্রেক্ষাপটের প্রতিফলন। দর্শকের চিন্তার স্বাধীনতা রয়েছে, তবে সিনেমার মূল বার্তাটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ভয়াবহতা নিয়ে।”

‘আমলনামা’ মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা চলছে। বিচারবহির্ভূত হত্যার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে নির্মিত হওয়ায় এটি দর্শকদের ভিন্নভাবে নাড়া দিয়েছে। তবে নির্মাতার বক্তব্য অনুযায়ী, সিনেমাটির উদ্দেশ্য কোনো বিশেষ ঘটনার পুনর্নির্মাণ নয়, বরং সামাজিক বাস্তবতাকে তুলে ধরা।

About Anisur rahman Raju

চেক

টান টান উত্তেজনা, দুর্দান্ত গল্প—মালয়ালম থ্রিলার ‘অফিসার অন ডিউটি’ এবার ওটিটিতে

বিনোদন ডেস্ক, ২১ মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে গত কয়েক বছরে থ্রিলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *