চাকরি ডেস্ক, 16 মার্চ 2025ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শেষ হতে যাচ্ছে ১৮ মার্চ। আবেদনকারীদের জন্য নির্ধারিত সময় অনুযায়ী শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, শারীরিক সহনশীলতা পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
প্রথম পর্যায়ে, মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি ও খুলনা জেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬, ৭ ও ৮ এপ্রিল। লিখিত পরীক্ষা হবে ২৮ এপ্রিল এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ মে।
পরবর্তী ধাপে, সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০, ১১ ও ১২ এপ্রিল। তাদের লিখিত পরীক্ষা ৫ মে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ১৫ মে নেওয়া হবে।
এরপর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান জেলার প্রার্থীদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬, ১৭ ও ১৮ এপ্রিল। লিখিত পরীক্ষা হবে ১৩ মে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২২ মে।
সর্বশেষ ধাপে, নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল জেলার প্রার্থীদের জন্য পরীক্ষা নেওয়া হবে ১৯, ২০ ও ২১ এপ্রিল। তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ মে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২৯ মে।
নিয়োগ পরীক্ষার প্রতিটি ধাপে যোগদানের জন্য আবেদনকারী প্রার্থীদের নির্ধারিত তারিখে নিজ নিজ জেলার পুলিশ লাইনস মাঠে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার ফলাফল ও অন্যান্য নির্দেশনা যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানানো হবে।