খেলা ডেস্ক, 17 মার্চ 2025ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে জাতীয় দলে যোগ দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। রোববার রাতে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলার পরই বাংলাদেশে আসেন তিনি। আজ দুপুরে সিলেটে পা রাখার পর তাকে স্বাগত জানান ফুটবলপ্রেমীরা।
সপরিবারে সিলেট পৌঁছানোর পর হামজা যান হবিগঞ্জের বাহুবলের নিজ গ্রাম স্নানঘাটের চৌধুরী বাড়িতে। তার আগমন উপলক্ষে গ্রামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। তাকে দেখতে এবং শুভেচ্ছা জানাতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হামজা জানান, তিনি বাংলাদেশ দলের হয়ে ৮ নম্বর জার্সি পরে খেলতে চান। বর্তমানে এই জার্সি পরে খেলছেন চন্দন রায়। এর আগে এই নম্বরটি গায়ে চাপিয়েছিলেন মামুনুল ইসলাম, এনামুল হক ও সাদ উদ্দিন।
২৫ মার্চ ভারতের শিলয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচেই হামজা চৌধুরীর লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে পারে। এর আগে, সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষ করে কাল দেশে ফিরছেন জাতীয় দলের অন্যান্য ফুটবলাররা। ১৯ মার্চ অনুশীলন শেষে কোচ হাভিয়ের কাবরেরা ২৩ সদস্যের চূড়ান্ত দল নিয়ে শিলংয়ের উদ্দেশে রওনা দেবেন।
হামজার উপস্থিতি বাংলাদেশ দলে নতুন মাত্রা যোগ করতে পারে, এমনটাই আশা করছেন দেশের ফুটবলপ্রেমীরা। এখন দেখার পালা, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশকে তিনি কতটা এগিয়ে নিতে পারেন।