রাজনৈতিক ডেস্ক, 17 মার্চ 2025ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):রাজধানীর শাহবাগে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডকে তার বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে যাঁরা সচেতনতা তৈরি করছেন, তাঁদের সহযোগিতা করা উচিত, হয়রানি নয়।
তিনি আরও বলেন, সারাদেশে নারী নিপীড়ন, হয়রানি ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এসব অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে, যা অগ্রহণযোগ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত আইনের শাসন প্রতিষ্ঠা করা, নির্যাতনের শিকারদের পাশে দাঁড়ানো এবং হয়রানির পথ পরিহার করা।
ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের ব্যানারে আয়োজিত এ আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন একাত্মতা প্রকাশ করেছে। তবে পুলিশের দাবি, আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন এবং যেকোনো হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন।