ঢাকা, 18 মার্চ 2025ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন দীর্ঘ ছুটির সুযোগ। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এবার ছুটির পরিমাণ আরও দীর্ঘ হতে পারে। সরকার ঘোষিত পাঁচ দিনের ঈদের ছুটির সঙ্গে মিলে যাচ্ছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটির দিনগুলো। ফলে এবারের ছুটির হিসাব বেশ চমকপ্রদ হয়ে উঠেছে।
সরকারি ঘোষণার ভিত্তিতে, ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটি নির্ধারিত হয়েছে। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি এবং বাকিগুলো নির্বাহী আদেশে ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে এর আগে ও পরে বেশ কয়েকটি ছুটির দিন থাকায় সরকারি অফিস কার্যত বন্ধ থাকবে টানা ১১ দিনের মতো!
বিশ্লেষণ করলে দেখা যায়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি থাকার কারণে অফিস বন্ধ থাকবে। এরপর ২৭ মার্চ একদিন অফিস খোলা থাকলেও পরদিন ২৮ মার্চ শবে কদর ও সাপ্তাহিক ছুটি পড়েছে একসঙ্গে। তারপরই শুরু হচ্ছে ঈদের মূল ছুটি। আবার ঈদের ছুটি শেষে ৩ এপ্রিল অফিস খোলার পর ৪ ও ৫ এপ্রিল পড়ছে সাপ্তাহিক ছুটি।
অর্থাৎ, পুরো ১১ দিনের মধ্যে কেবল ২৭ মার্চ ও ৩ এপ্রিল সরকারি অফিস খোলা থাকবে। যদিও দুই কর্মদিবসের মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার সুযোগ নেই, তবে কেউ চাইলে অর্জিত ছুটি নিয়ে পুরো সময়টাই ছুটিতে কাটাতে পারেন।
এত লম্বা ছুটির ফলে সরকারি-বেসরকারি অফিস ও ব্যবসা-বাণিজ্যে কিছুটা স্থবিরতা আসতে পারে, তবে কর্মজীবীরা পরিবার-পরিজন নিয়ে আনন্দমুখর সময় কাটানোর সুযোগ পাচ্ছেন। এবার ঈদ তাই শুধুই উৎসবের নয়, লম্বা বিশ্রামেরও!