অর্থ-বানিজ্য ডেস্ক, 18 মার্চ 2025ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর জন্য বিপুল পরিমাণ পরিশোধিত রাইস ব্রান তেল ও মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (১৮ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি সূত্রে জানা গেছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনা হবে, যার মোট ব্যয় ধরা হয়েছে ১৭৮ কোটি ৭৫ লাখ টাকা। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৬২ টাকা ৫০ পয়সা। এই তেল গ্রিন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজ, মজুমদার প্রোডাক্টস লিমিটেড ও মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড থেকে সংগ্রহ করা হবে।
এছাড়া, টিসিবির জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনারও অনুমোদন দেওয়া হয়েছে, যার জন্য ব্যয় হবে ৯৪ কোটি ২৩ লাখ টাকা। প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৯৪ টাকা ২৩ পয়সা।
সরকারের এই পদক্ষেপের ফলে টিসিবির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে বলে মনে করা হচ্ছে।