রাজনৈতিক ডেস্ক, 19 মার্চ 2025ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশ না নেয়, সে বিষয়ে তারা দৃঢ় অবস্থানে আছেন। তিনি মনে করেন, দলটির মধ্যে যারা অনিয়ম ও অপরাধে জড়িত, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডিপ্লোম্যাট-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকারে নাহিদ ইসলাম তার রাজনৈতিক যাত্রা, নতুন দল এনসিপির উদ্দেশ্য ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারে থাকার সময় তিনি দেখেছেন, ক্ষমতার ভেতরের ও বাইরের বাস্তবতা একেবারে আলাদা। সেই অভিজ্ঞতা নিয়েই তিনি মূলধারার রাজনীতিতে ফিরেছেন এবং একটি নতুন রাজনৈতিক শক্তি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।
নাহিদ ইসলামের মতে, এনসিপি মূলত একটি মধ্যপন্থি দল, যা রাজনৈতিক সংস্কার ও ক্ষমতার কাঠামো পুনর্গঠনের পক্ষে কাজ করছে। দলটি বিশেষভাবে তরুণ ও রাজনৈতিকভাবে উপেক্ষিত জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে চায়। তাদের লক্ষ্য হলো গণপরিষদ গঠনের মাধ্যমে ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠা করা, যা নতুন সংবিধানের ভিত্তি তৈরি করবে এবং বর্তমান রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন আনবে।
নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আগের সরকারে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনা। সংবিধান ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে তিনি মনে করেন। তাই এনসিপি এখনই নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা দিচ্ছে না।
জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, তারা এবং জামায়াতে ইসলামী একে অপরের ঘনিষ্ঠ নয়। শুধুমাত্র কিছু বিষয়ে মতামত মিলে গেলেই দুটি দলকে এক মনে করার কোনো ভিত্তি নেই। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সবাই আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার ও অপরাধের বিচার চাইলেও, তাদের রাজনৈতিক লক্ষ্য ভিন্ন। এনসিপি মৌলবাদী রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেয় এবং গণপরিষদ ও কাঠামোগত পরিবর্তনের ওপর গুরুত্ব দেয়।
তিনি আরও বলেন, কিছু মহল ইচ্ছাকৃতভাবে এনসিপিকে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করছে, যেমন জুলাই গণ-অভ্যুত্থান-কে সন্ত্রাসী আন্দোলন বলে দাগিয়ে দেওয়া হয়েছে। এসব প্রচারণা বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি মনে করেন।
আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দলটির নেতৃত্বে যারা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত, তাদের উপযুক্ত বিচারের মুখোমুখি হতে হবে। সেই বিচারের আগেই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক, এটা এনসিপি চায় না। তিনি মনে করেন, রাজনৈতিক সংস্কার ছাড়া সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় এবং এজন্য একটি নতুন রাজনৈতিক কাঠামো প্রয়োজন।