Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / অর্থ বাণিজ্য / উত্তরা ব্যাংকের মুনাফায় বড় উত্থান, বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা

উত্তরা ব্যাংকের মুনাফায় বড় উত্থান, বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা

অর্থ-বানিজ্য ডেস্ক, 20 মার্চ 2025ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): দেশের বেসরকারি ব্যাংক খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক ২০২৪ সালে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে। এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা ১৫৭ কোটি টাকা বা প্রায় ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ কোটি টাকায়। উল্লেখযোগ্য মুনাফা বৃদ্ধির ফলে ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যা গত দেড় দশকের মধ্যে সর্বোচ্চ।

ব্যাংকটির পরিচালনা পর্ষদ গত মঙ্গলবার ২০২৪ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেয়। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানানো হয়। ঘোষিত লভ্যাংশের মধ্যে রয়েছে ১৭.৫ শতাংশ নগদ এবং ১৭.৫ শতাংশ বোনাস শেয়ার। এর আগে ২০০৯ সালে সর্বোচ্চ ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল উত্তরা ব্যাংক।

২০২৪ সালে উত্তরা ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৫.৭৯ টাকা, যা আগের বছর ছিল ৩.৮৭ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৭৪২টি। মুনাফা বৃদ্ধির ফলে এবার ব্যাংকটি নগদ লভ্যাংশ হিসেবে বিতরণ করবে ১৪৫ কোটি টাকা, যা গত বছরের মুনাফার প্রায় ৩১ শতাংশ।

এই লভ্যাংশের মধ্যে সবচেয়ে বেশি অংশ পাবেন সাধারণ বিনিয়োগকারীরা। ব্যাংকটি যে ১৪৫ কোটি টাকা নগদ লভ্যাংশ বিতরণ করবে, তার মধ্যে সাধারণ বিনিয়োগকারীরা পাবেন ৫৩ কোটি টাকা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পাবেন ৪৭ কোটি টাকা, উদ্যোক্তা-পরিচালকরা পাবেন ৪৪ কোটি টাকা এবং বিদেশি বিনিয়োগকারীরা পাবেন প্রায় ৬০ কোটি টাকা।

উচ্চ লভ্যাংশ ঘোষণার ইতিবাচক প্রভাব ইতোমধ্যে শেয়ারবাজারে পড়েছে। বুধবার উত্তরা ব্যাংকের শেয়ারের দাম ৪০ পয়সা বা ১.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫.৪০ টাকায়। বিনিয়োগকারীদের আগ্রহের কারণে ব্যাংকটি এদিন লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে তৃতীয় অবস্থানে ছিল, যার মোট লেনদেন হয়েছে প্রায় ১৩ কোটি টাকার সমপরিমাণ।

১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া উত্তরা ব্যাংক বর্তমানে ‘এ’ ক্যাটাগরির একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৮২৬ কোটি টাকা এবং এটি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের জন্য নির্ভরযোগ্য লভ্যাংশ প্রদান করে আসছে।

 

About Anisur rahman Raju

চেক

মুদ্রাবাজারে স্থিতিশীল ডলার, ওঠানামা অন্য প্রধান মুদ্রার

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৫মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের বৈদেশিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *