Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / ক্রিকেট / চেন্নাই সুপার কিংস: অভিজ্ঞতা, ধারাবাহিকতা আর ধোনির শেষ মিশন?

চেন্নাই সুপার কিংস: অভিজ্ঞতা, ধারাবাহিকতা আর ধোনির শেষ মিশন?

খেলা ডেস্ক, ২২মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):আইপিএলের সবচেয়ে সফল দলগুলোর মধ্যে অন্যতম চেন্নাই সুপার কিংস। পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি বরাবরই নিজেদের নির্দিষ্ট ছন্দে খেলে, দল গঠনের ক্ষেত্রেও তাদের বিশেষ কোনো পরিবর্তন করতে দেখা যায় না। এবারও তার ব্যতিক্রম হয়নি। নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড়, তবে অভিজ্ঞদের কাঁধেই থাকবে দলের ভার। কোচ স্টিফেন ফ্লেমিংয়ের অধীনে একই ছন্দে আরেকটি মৌসুম কাটানোর প্রস্তুতি নিচ্ছে দলটি।

চেন্নাই বরাবরই পরিচিত তাদের স্থিতিশীল স্কোয়াডের জন্য। রীতিমতো একটা নির্দিষ্ট কোর গ্রুপের ওপর নির্ভর করেই তারা বারবার সফল হয়েছে। এবারের মৌসুমেও দলে আছেন সেই পরিচিত মুখগুলো—রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাথিরানা, শিবম দুবে ও মহেন্দ্র সিং ধোনি। বিশেষ করে ধোনির উপস্থিতি এখনও দলের অন্যতম অনুপ্রেরণা, যদিও তার ভূমিকা এখন অনেকটাই প্রতীকী।

দলটির অন্যতম বড় চমক হলো রবিচন্দ্রন অশ্বিনের ফেরা। ১০ বছর পর পুরোনো দলে ফিরে আসা এই স্পিনার নতুন করে প্রমাণ করতে চান নিজের দক্ষতা। উইকেটের পেছনে থাকা ধোনির সঙ্গে তার বোঝাপড়া বেশ ভালো, যা স্পিন-সহায়ক চিদাম্বরম স্টেডিয়ামের উইকেটে বড় ফ্যাক্টর হতে পারে। তাছাড়া, স্পিন আক্রমণে জাদেজা, নূর আহমেদ, শ্রেয়াস গোপালদের মতো বোলারদের নিয়ে চেন্নাই এবারও প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারে।

অবশ্য দলটির কিছু দুর্বলতাও রয়েছে। নতুন বল হাতে দীপক চাহার ছিলেন চেন্নাইয়ের অন্যতম নির্ভরযোগ্য পেসার, কিন্তু এবার তাকে ধরে রাখতে পারেনি তারা। ফলে পাওয়ারপ্লেতে উইকেট শিকারের দায়িত্ব নতুনদের কাঁধে যাবে, যা দলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মিডল অর্ডারেও ভারতীয় ব্যাটসম্যানদের সাম্প্রতিক ফর্ম আশাব্যঞ্জক নয়। রাহুল ত্রিপাঠি, দীপক হুদা, বিজয় শঙ্করদের সাম্প্রতিক পারফরম্যান্স প্রশ্ন তুলতে বাধ্য করে।

তবে শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস এমন একটি দল, যারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামে। দল গঠনের কৌশল ও অভিজ্ঞতার সমন্বয়ে এবারও তারা শিরোপার অন্যতম দাবিদার। ধোনির শেষ আইপিএল মৌসুম হতে পারে এটি, ফলে দলটি তাকে ট্রফি হাতে বিদায় দিতে চাইবে। বাস্তবতা বলছে, যদি দলের অভিজ্ঞ ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিতে পারেন, তবে এবারও চেন্নাইকে হারানো কঠিন হবে।

 

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *