খেলা ডেস্ক, ২৪মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):অলক কাপালির ক্রিকেট ক্যারিয়ার প্রায় তিন দশকের। বয়স ৪১ হয়ে গেলেও এখনো মাঠের প্রতি ভালোবাসা অটুট। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে তিনি সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। অথচ গত বছরই তাঁর ইচ্ছে ছিল ক্রিকেট থেকে অবসর নেওয়ার। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির চাপে আবারও ব্যাট হাতে নামতে হয়েছে তাঁকে। ব্রাদার্স ইউনিয়নের হয়ে এখনো লিগ খেলছেন, ব্যাট হাতে রান পাচ্ছেন, বল হাতেও কার্যকর ভূমিকা রাখছেন।
অলকের ক্রিকেট শুরু হয়েছিল ১৯৯৯ সালে, অমরজ্যোতি ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগে। এরপর ২০০০ সালে ভিক্টোরিয়ায় সুযোগ পেলেও খেলেছিলেন মাত্র দুই ম্যাচ। পেশাদার ক্রিকেটে স্থায়ী হতে তাঁকে অপেক্ষা করতে হয় ২০০২ সাল পর্যন্ত। সেবার ভিক্টোরিয়ার হয়ে তিনি খেলেন এবং চ্যাম্পিয়নও হন। এরপরই জাতীয় দলে সুযোগ মেলে। বাংলাদেশের হয়ে ১৭টি টেস্ট, ৬৯টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১১ সালের ডিসেম্বরে শেষবার জাতীয় দলের হয়ে খেলেন তিনি।
গত বছরই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, প্রিমিয়ার লিগের পর আর খেলবেন না। কোচ হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করার প্রস্তুতিও নিচ্ছিলেন। প্রাইম ব্যাংকের হয়ে লিগ খেলার পর তাঁর পরিকল্পনা ছিল কোচিংয়ে যুক্ত হওয়ার। কিন্তু শেষ মুহূর্তে যে ক্লাবে তাঁর কোচ হওয়ার কথা ছিল, তারা অন্য কোচ নিয়োগ দেয়। কোচের চাকরি না পেয়ে আবারও খেলোয়াড় হিসেবেই লিগে ফিরেছেন অলক। ব্রাদার্স ইউনিয়নের হয়ে পাঁচ ম্যাচে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন, রান করেছেন নিয়মিত, বল হাতে উইকেটও পেয়েছেন।
কিন্তু প্রশ্ন থেকেই যায়, এটাই কি তাঁর শেষ মৌসুম? তিনি নিজেও নিশ্চিত নন। গত বছরও ভেবেছিলেন বিদায় নেবেন, কিন্তু পরিস্থিতি তাঁকে আবারও মাঠে ফিরিয়ে এনেছে। তাই ভবিষ্যৎ নিয়ে এখন কোনো পরিকল্পনা করতে চান না তিনি। তবে একসময় ক্রিকেট ছেড়ে কোচিংয়ে মনোনিবেশ করার ইচ্ছে তাঁর রয়েছে। জাতীয় দলের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরুণদের শেখানোর আত্মবিশ্বাসও আছে তাঁর। কোচিংয়ে সুযোগ পেলে ভালো কিছু করতে পারবেন বলেই বিশ্বাস করেন অলক।
বাংলাদেশ ক্রিকেটে অলক কাপালির নাম এক সময় ছিল বেশ উজ্জ্বল। আন্তর্জাতিক ক্রিকেটে হয়তো তিনি সফলতার চূড়ায় পৌঁছাতে পারেননি, তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স বরাবরই প্রশংসিত। দীর্ঘ ক্যারিয়ারের নানা বাঁক পেরিয়ে তিনি এখন ক্রিকেট জীবনের শেষ অধ্যায়ে। হয়তো সামনের দিনে ক্রিকেটার অলক কাপালির জায়গা নেবে কোচ অলক কাপালি। কিন্তু সেটি কবে, তা এখনো নিশ্চিত নন তিনিও।