Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / অর্থ বাণিজ্য / বিমা দাবি পরিশোধে জমি বিক্রি করছে পদ্মা ইসলামী লাইফ

বিমা দাবি পরিশোধে জমি বিক্রি করছে পদ্মা ইসলামী লাইফ

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৪ মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের গ্রাহকদের বিমা দাবি পরিশোধে অর্থ সংকটে পড়ায় কুমিল্লায় অবস্থিত ২০ শতক জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কোম্পানিটি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন পেয়েছে, যা ১২ মার্চ ২০২৫ তারিখে এক চিঠির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, পদ্মা ইসলামী লাইফের পর্ষদ সভায় চলতি বছরের ২০ জানুয়ারি এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। জমিটি কুমিল্লা সদর থানার বাটাবাড়িয়া মৌজায় অবস্থিত, যার সিএস খতিয়ান নম্বর ৪, এসএ খতিয়ান নম্বর ৯ এবং বিআরএস খতিয়ান নম্বর ৫৯। মোট ১ কোটি ৯০ লাখ টাকায় এই জমি বিক্রি করে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধের জন্য তহবিল সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি।

বিগত কয়েক বছর ধরে কোম্পানিটির আর্থিক অবস্থা নাজুক হয়ে পড়েছে। ২০২১ সালে তারা মাত্র ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল, তবে তার আগের চার বছর (২০১৭-২০২০) কোনো লভ্যাংশ দেয়নি। ২০১৬ সালে সর্বশেষ ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল। শেয়ারবাজারেও কোম্পানিটির পারফরম্যান্স আশানুরূপ নয়। সর্বশেষ বছরে পদ্মা লাইফের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৩০ টাকা ৮০ পয়সা এবং সর্বনিম্ন ১৩ টাকা ২০ পয়সা।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা, আর পরিশোধিত মূলধন ৩৮ কোটি ৮৮ লাখ টাকা। মোট ৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩১.৫৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬.৯৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫১.৫১ শতাংশ শেয়ার।

কোম্পানিটির জীবনবিমা তহবিলে ঘাটতি থাকায় এই জমি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ পদক্ষেপ কোম্পানির ভবিষ্যৎ আর্থিক অবস্থার ওপর কী প্রভাব ফেলবে, তা এখনই বলা মুশকিল

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *