Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / ক্রিকেট / ৩৮-এ পা দিলেন সাকিব: দেশ থেকে দূরে জন্মদিনে কেমন আছেন তিনি

৩৮-এ পা দিলেন সাকিব: দেশ থেকে দূরে জন্মদিনে কেমন আছেন তিনি

খেলা ডেস্ক, ২৪মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন, সাকিব আল হাসান। ব্যাট হাতে, বল হাতে কিংবা মাঠে নেতৃত্ব দেওয়ার দক্ষতায় তিনি নিজেকে বারবার প্রমাণ করেছেন। আজ, ২৪ মার্চ, এই ক্রিকেট মহাতারকার ৩৮তম জন্মদিন। তবে এবারের জন্মদিনটা যেন অন্য সব বছরের চেয়ে একটু আলাদা।

সাধারণত ক্রিকেট ব্যস্ততার কারণে বহুবার জন্মদিন মাঠের বাইরে কাটিয়েছেন সাকিব। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। তিনি স্বেচ্ছায় নন, বরং সময়ের প্রতিক্রিয়ায় দেশ থেকে দূরে, যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে অবস্থান করছেন। বাংলাদেশের জার্সিতে একের পর এক সাফল্য এনে দেওয়া এই অলরাউন্ডার এখন খেলাধুলার বাইরেও নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তবুও, তাঁর ভক্ত-সমর্থকদের ভালোবাসা কি একটুও কমেছে? নাকি তিনি সত্যিই এক সময়ের নন্দিত নায়ক থেকে বিতর্কিত চরিত্রে পরিণত হয়েছেন?

রাজনীতি, বিতর্ক আর অনিশ্চিত ভবিষ্যৎ

ক্রিকেট মাঠের লড়াইয়ে কখনো পিছিয়ে পড়েননি সাকিব। কিন্তু মাঠের বাইরের বাস্তবতা এখন তাঁর জন্য কঠিন হয়ে উঠেছে। মাত্র সাত মাসের সংসদ সদস্য পরিচয়ের কারণে আজ তিনি দেশান্তরি। রাজনৈতিক পরিচয়ের কারণে একসময় যাঁরা তাঁকে মাথায় তুলে রেখেছিলেন, তাঁদের অনেকেই আজ ভ্রুকুটি দেখাচ্ছেন।

বিপত্তি আরও বেড়েছে সাম্প্রতিক বিতর্কিত সিদ্ধান্তগুলোতে। বেটিং প্রতিষ্ঠানের প্রচারণায় অংশ নেওয়ার কারণে ভক্তদের একাংশ তাঁর প্রতি বিরূপ মনোভাব দেখিয়েছে। সাকিবের ক্যারিয়ারের নানা উত্থান-পতনের সাক্ষী হওয়া সমর্থকরা বরাবরই তাঁকে নিয়ে উচ্চাশা পোষণ করেছে, কিন্তু তিনি কি নিজেও সে প্রত্যাশা পূরণের পথে হাঁটছেন? নাকি তাঁর নতুন পথচলা তাঁকে একসময়কার নায়ক থেকে কেবলই স্মৃতির পাতায় নিয়ে যাবে?

শেষটা কেমন হবে?

একজন কিংবদন্তির বিদায় কেমন হবে, তা সময়ই বলে দেবে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিবের নাম অমর হয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তিনি কি আর কখনো দেশের মাঠে টেস্ট খেলতে পারবেন? মিরপুরের ২২ গজে তাঁকে শেষবারের মতো দেখার সুযোগ কি পাবেন ভক্তরা? এসব প্রশ্নের উত্তর হয়তো সময়ের গহ্বরে হারিয়ে যাবে, তবে ক্রিকেটীয় দক্ষতায় সাকিব যে অনন্য, তা অস্বীকার করা কঠিন।

আজ তাঁর জন্মদিনে ভক্তরা যেমন আনন্দিত, তেমনি কৌতূহলী—এই কিংবদন্তি ভবিষ্যতে কী করবেন? বাংলাদেশ ক্রিকেট তাঁকে মিস করছে, কিন্তু তিনি কি সেই বন্ধন অনুভব করছেন? সময়ই হয়তো সব উত্তর দেবে।

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *