খেলা ডেস্ক, ২৫মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):প্রায় চার বছর পর আবারও ফুটবল মাঠে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ২০২৭ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচটি আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভারতের মেঘালয়ের শিলংয়ে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির প্রিমিয়ার লিগজয়ী তারকা হামজা চৌধুরী।
বাংলাদেশ ও ভারত উভয়ই ‘সি’ গ্রুপের সদস্য, যেখানে আরও রয়েছে হংকং ও সিঙ্গাপুর। এই রাউন্ডে দলগুলো হোম-অ্যাওয়ে ভিত্তিতে ডাবল লিগ পদ্ধতিতে মুখোমুখি হবে। গ্রুপের শীর্ষস্থান অর্জনকারী দল সরাসরি জায়গা করে নেবে ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে।
বাংলাদেশ ও ভারতের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। দুই দেশের ফুটবল ঐতিহ্যের কথা মাথায় রাখলে এই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে বাংলাদেশ দল তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে উন্নতি দেখিয়েছে, যা ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।
ম্যাচটি বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস টিভি চ্যানেল ও তাদের অফিশিয়াল অ্যাপ। এছাড়া খেলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে দর্শকরা অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মেও চোখ রাখতে পারেন।
ফুটবলপ্রেমীদের জন্য আজকের এই ম্যাচ হতে যাচ্ছে একটি বিশেষ মুহূর্ত, যেখানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল নিজেদের সেরা ফুটবল উপহার দিতে চাইবে। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসে—বাংলাদেশ নাকি ভারত?