খেলা ডেস্ক, ২৫মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এখন অনেকটাই সুস্থ। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তিনি হাঁটাচলা করছেন এবং স্বজনদের সঙ্গেও স্বাভাবিকভাবে কথা বলছেন। তবে চিকিৎসকরা সতর্ক করে দিয়েছেন, আগামী কয়েক দিন তাঁকে বাড়তি সাবধানতা মেনে চলতে হবে।
বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, তাঁর হৃদযন্ত্রে একটি ব্লক রয়েছে, যার ফলে দ্রুত রিং পরানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা শুরু করা হয়।
আজ সকালে তাঁর হার্টের ইকোকার্ডিওগ্রাফি করা হলে রিপোর্ট স্বস্তিদায়ক আসে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এটি এমন একটি অবস্থা যেখানে সামান্য অসাবধানতাও বিপজ্জনক হতে পারে। যদিও বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই, তবুও সতর্কতামূলকভাবে তাঁকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা হাসপাতালে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আবু জাফর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী আজ তামিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। তাঁরা জানিয়েছেন, রিং বসানোর পর কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, তাই সম্পূর্ণ ঝুঁকিমুক্ত না হওয়া পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণে রাখাই সবচেয়ে নিরাপদ বিকল্প।
তামিমের পরিবারও চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। তবে আপাতত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকতে হবে তাঁকে। স্বাভাবিক হাঁটাচলা করলেও মানসিক চাপ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। খেলায় ফেরার বিষয়ে চিকিৎসকরা বলেছেন, পুরোপুরি সুস্থ হতে তাঁর অন্তত তিন মাস লাগবে।
এখন পর্যন্ত পাওয়া সবশেষ আপডেট অনুযায়ী, তামিম ইকবালের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে তাঁকে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে এবং চিকিৎসকদের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে।