অর্থ-বানিজ্য ডেস্ক, ২৫মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের বৈদেশিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম অপরিবর্তিত রয়েছে। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে প্রতি ডলার ১২২ টাকায় বিক্রি হচ্ছে, যা বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। তবে অন্যান্য প্রধান মুদ্রার দামে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে।
বিশ্ববাজারে মুদ্রার ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়েছে। আজ ইউরো ও সিঙ্গাপুরী ডলারের দর কমলেও পাউন্ড, ভারতীয় রুপি, ইউয়ান, জাপানি ইয়েন ও অস্ট্রেলীয় ডলারের দাম বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক গতিশীলতা এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা এসব পরিবর্তনের মূল কারণ।
বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বিনিময় হারের চেয়ে খোলাবাজারে ডলারের দাম কিছুটা বেশি থাকে, যা ব্যবসায়ীদের আমদানি ব্যয় ও সামগ্রিক বাণিজ্যে প্রভাব ফেলে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার সরাসরি আমদানি ও রপ্তানি খরচের সঙ্গে জড়িত, ফলে মুদ্রার দরপতন বা মূল্যবৃদ্ধি অর্থনীতির বিভিন্ন খাতে প্রভাব বিস্তার করে।
বিশ্লেষকদের মতে, ডলারের স্থিতিশীলতা স্বস্তির হলেও অন্যান্য মুদ্রার ওঠানামা বৈশ্বিক বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে। আগামী কয়েক দিন বাজারের গতিপথ কেমন হবে, তা নির্ভর করবে আন্তর্জাতিক অর্থনীতির প্রবণতা এবং দেশীয় বাজারের চাহিদার ওপর।