খেলা ডেস্ক, ২৬মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বের অন্য ম্যাচে উরুগুয়ে বলিভিয়ার বিপক্ষে জয় পেতে ব্যর্থ হওয়ায় লিওনেল স্কালোনির দল ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই বিশ্বকাপে জায়গা করে নেয়।
বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়া ম্যাচে বলিভিয়ার মাঠে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র হয়। সেই ফলাফলে শীর্ষ ছয় দলের মধ্যেই থেকে যায় আর্জেন্টিনা, ফলে তাদের আর বিশ্বকাপ নিশ্চিত করতে অপেক্ষা করতে হয়নি। এশিয়ার দলগুলোর মতো এবার দক্ষিণ আমেরিকাও ২০২৬ বিশ্বকাপে সরাসরি ছয়টি দল পাঠাবে, যেখানে সপ্তম দলকে প্লে-অফ খেলতে হবে।
বাছাইপর্বের পয়েন্ট তালিকায় ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া বলিভিয়ার পক্ষে আর্জেন্টিনাকে টপকানো সম্ভব নয়। বলিভিয়া যদি উরুগুয়েকে হারাতে পারত, তাহলে ব্রাজিলের বিপক্ষে অন্তত এক পয়েন্ট নিতে হতো স্কালোনির দলকে। তবে সেই সমীকরণের দরকার হয়নি, কারণ বলিভিয়া জয় পেতে ব্যর্থ হয়।
বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ইকুয়েডর ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, আর ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল রয়েছে তিন নম্বরে। সমান পয়েন্ট থাকলেও উরুগুয়ে একটি ম্যাচ বেশি খেলে চতুর্থ স্থানে অবস্থান করছে। পঞ্চম স্থানে থাকা প্যারাগুয়ের সংগ্রহ ২০ পয়েন্ট এবং কলম্বিয়া রয়েছে ছয় নম্বরে, তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট।
বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফা ও কনমেবল আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছে। ফিফা এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করেছে, “২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল আর্জেন্টিনা।” দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন (কনমেবল) লিখেছে, “অভিনন্দন আর্জেন্টিনা! বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।”
এই অর্জনের মধ্য দিয়ে কোচ লিওনেল স্কালোনি নতুন এক মাইলফলক স্পর্শ করলেন। তিনি প্রথম আর্জেন্টাইন কোচ হিসেবে দলকে টানা দুই বিশ্বকাপে খেলার যোগ্যতা এনে দিলেন। তার অধীনেই ২০২২ বিশ্বকাপে খেলার সুযোগ পায় আর্জেন্টিনা এবং পরে কাতারে শিরোপা ঘরে তোলে।
২০২৬ বিশ্বকাপে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সঙ্গে ইতোমধ্যে জায়গা নিশ্চিত করেছে জাপান, নিউজিল্যান্ড, ইরান ও আর্জেন্টিনা। এবার আর্জেন্টিনা বিশ্বকাপে নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে।