Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / অন্যান্য খেলার খবর / ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫: রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কার, নজিরবিহীন আয়োজন

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫: রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কার, নজিরবিহীন আয়োজন

খেলা ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবারের ক্লাব বিশ্বকাপকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১১ শহরের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে ছয় মহাদেশের ৩২টি সেরা ক্লাব। প্রতিযোগিতার উত্তেজনার সঙ্গে এবার যুক্ত হয়েছে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার, যা ফুটবল ইতিহাসে নজিরবিহীন।

‍অর্থ পুরস্কারের নতুন দিগন্ত

ফিফা এবার ক্লাব বিশ্বকাপের জন্য মোট ১০০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ১৫৭ কোটি টাকা) বরাদ্দ করেছে। এই বিশাল পরিমাণ অর্থ শুধুমাত্র ক্লাবগুলোর অংশগ্রহণ ও পারফরম্যান্সের ভিত্তিতেই দেওয়া হবে না, বরং চ্যাম্পিয়ন দল পেতে পারে রেকর্ড পরিমাণ পুরস্কার।

যদি ইউরোপের কোনো শীর্ষ ক্লাব, যেমন রিয়াল মাদ্রিদ, শিরোপা জেতে, তাহলে তারা সর্বোচ্চ ১২ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ১ হাজার ৫১৯ কোটি টাকা) পাবে। তুলনার জন্য বলা যায়, ২০২২ সালের কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল মাত্র ৪ কোটি ২০ লাখ ডলার, যা বর্তমানে প্রায় ৫১০ কোটি টাকা সমান।

সব দলই পাচ্ছে মোটা অঙ্কের অর্থ

ফিফা প্রতিযোগিতায় অংশগ্রণকারী ৩২টি ক্লাবকে মোট ৫২ কোটি ৫০ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৬ হাজার ৩৮২ কোটি টাকা) দেবে।

ইউরোপের শীর্ষ দল, যেমন রিয়াল মাদ্রিদ, শুধু অংশ নিলেই পাবে ৩ কোটি ৮১ লাখ ৯০ হাজার ডলার (প্রায় ৪৬৪ কোটি টাকা)।

ওশেনিয়া অঞ্চলের একমাত্র প্রতিনিধি অকল্যান্ড সিটি পাবে ৩৫ লাখ ৮০ হাজার ডলার (প্রায় ৪৩ কোটি ৫০ লাখ টাকা)।

ম্যাচভিত্তিক পুরস্কার ব্যবস্থাও আকর্ষণীয়

৬৩ ম্যাচের এই প্রতিযোগিতায় পারফরম্যান্সভিত্তিক পুরস্কারও থাকছে।

গ্রুপ পর্ব: প্রতি জয়ের জন্য দলগুলো পাবে ২০ লাখ ডলার (২৪ কোটি টাকা), আর ড্র হলে উভয় দল ১২ কোটি টাকা করে ভাগ করে নেবে।

রাউন্ড অব ১৬: বিজয়ী দল পাবে ৭৫ লাখ ডলার (৯১ কোটি টাকা)।

কোয়ার্টার ফাইনাল: জয়ী দল পাবে ১ কোটি ৩১ লাখ ২৫ হাজার ডলার (১৫৯ কোটি টাকা)।

সেমিফাইনাল: দুই ফাইনালিস্ট ক্লাব পাবে ২ কোটি ১০ লাখ ডলার (২৫৫ কোটি টাকা)।

রানার্সআপ: ৩ কোটি ডলার (৩৬৪ কোটি টাকা)।

চ্যাম্পিয়ন: ৪ কোটি ডলার (৪৮৬ কোটি টাকা)।

ফিফার দৃষ্টিভঙ্গি ও টুর্নামেন্ট সম্প্রচার

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, “এটি ক্লাব ফুটবলের জন্য নতুন দিগন্ত খুলে দেবে। ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় পুরস্কার তহবিল রাখা হয়েছে, যা শীর্ষ ক্লাবগুলোর জন্য এক বিশাল প্রণোদনা।”

ফিফার সম্প্রচার চুক্তিও এবার দেরিতে চূড়ান্ত হয়েছে। ক্রীড়া ও বিনোদন বিষয়ক ওটিটি প্ল্যাটফর্ম ডিএজেডএন (DAZN) সম্প্রচার স্বত্ব পেয়েছে, যা বিশ্বব্যাপী এই প্রতিযোগিতার ব্যাপক প্রচার নিশ্চিত করবে।

হোয়াইট হাউজে ট্রফি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ

বিশ্বের অন্যতম বড় টুর্নামেন্টের স্বীকৃতি দিতে ফিফা সভাপতি ইনফান্তিনো সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর হাতে ক্লাব বিশ্বকাপের ট্রফি তুলে দেন। সোনালি ট্রফিটি বেশ কিছুদিন হোয়াইট হাউজের ওভাল অফিসে সংরক্ষিত ছিল, যা প্রতিযোগিতার প্রতি মার্কিন প্রশাসনের আগ্রহের প্রতিফলন।

শেষ কথা

এবারের ক্লাব বিশ্বকাপ শুধুমাত্র প্রতিযোগিতার মাত্রাই বাড়াবে না, বরং বৈশ্বিক ফুটবলে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। নজিরবিহীন পুরস্কার তহবিল ও বিশাল আয়োজনের কারণে ক্লাব ফুটবলের ইতিহাসে এটি এক বিশেষ অধ্যায় হয়ে থাকবে।

 

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *