অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):প্রাইম ব্যাংকের পরিচালক আজম জে চৌধুরী তার সন্তান তানভীর এ চৌধুরীকে ৮ লাখ ৫০ হাজার শেয়ার উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিয়মিত লেনদেন প্রক্রিয়ার বাইরে এই শেয়ার হস্তান্তর করা হবে, যা ২৫ মার্চ থেকে শুরু হয়ে ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এদিকে, প্রাইম ব্যাংক শেয়ারধারীদের জন্য ২০২৪ সালের লভ্যাংশ ঘোষণা করেছে, যা বিনিয়োগকারীদের জন্য একটি সুখবর। ব্যাংকটি চলতি বছর ২০ শতাংশ লভ্যাংশ দিচ্ছে, যার মধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ এবং আড়াই শতাংশ বোনাস লভ্যাংশ। আগের বছর ব্যাংকটি শেয়ারধারীদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, ফলে এবার লভ্যাংশের পরিমাণ আড়াই শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ব্যাংকটির মুনাফার দিকেও ইতিবাচক পরিবর্তন এসেছে। ২০২৪ সালে প্রাইম ব্যাংকের প্রকৃত মুনাফা আগের বছরের তুলনায় ২৬১ কোটি টাকা বা ৫৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৪৫ কোটি টাকায়। ২০২৩ সালে যা ছিল ৪৮৪ কোটি টাকা। মুনাফা বৃদ্ধির ফলে শেয়ারপ্রতি আয়ও (ইপিএস) বেড়েছে। গত বছর শেষে ব্যাংকের ইপিএস হয়েছে ৬ টাকা ৫৮ পয়সা, যেখানে ২০২৩ সালে ছিল ৪ টাকা ২৭ পয়সা।
প্রাইম ব্যাংক আরও জানিয়েছে, বছরের শেষে তাদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৫ হাজার কোটি টাকা। ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য ব্যাংকটি ১০ এপ্রিলকে রেকর্ড তারিখ হিসেবে নির্ধারণ করেছে। ওই তারিখে যাঁদের হাতে ব্যাংকের শেয়ার থাকবে, তাঁরাই লভ্যাংশ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। লভ্যাংশ অনুমোদনের জন্য ব্যাংকটি ৫ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে এবং সেখানেই চূড়ান্ত অনুমোদনের পর শেয়ারধারীদের মাঝে লভ্যাংশ বিতরণ করা হবে।
এই ঘোষণা বিনিয়োগকারীদের জন্য আশাব্যঞ্জক, কারণ ব্যাংকটি ধারাবাহিকভাবে মুনাফা বাড়িয়ে যাচ্ছে। এতে ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে, যা ভবিষ্যতে বাজারে ইতিবাচক প্রভাব ফেলতেপারে।