বিনোদন ডেস্ক, ২৬৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): কাজী হায়াতকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক নতুন মাত্রা পেয়েছে, যখন ‘বরবাদ’ সিনেমার প্রদর্শনী শেষে তিনি শাকিব খানের ভক্তদের প্রতিবাদের মুখে পড়েন। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বের হওয়ার সময় ভক্তরা তাঁর গাড়ি আটকে রাখেন। কাজী হায়াত তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও, উত্তেজিত ভক্তরা ‘তুমি কে, আমি কে, শাকিবিয়ান! শাকিবিয়ান!’ স্লোগান দিতে থাকেন।
এ পরিস্থিতিতে কাজী হায়াত বলেন, “আমার মারুফেরও লোক আছে।” তাঁর এই মন্তব্য আরও সমালোচনা ডেকে আনে। পরবর্তীতে নির্মাতার পুত্র কাজী মারুফ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিষয়টি নিয়ে নিজের মত প্রকাশ করেন। তিনি বলেন, তাঁর বাবা চলচ্চিত্র বোর্ডের সদস্য হিসেবে তাঁর দায়িত্ব পালন করেছেন এবং সিনেমার ভালো-মন্দ বিচার করাই তাঁর দায়িত্ব। কেউ বিষয়টি নিয়ে অযথা বিতর্ক তৈরি করলে তা দুঃখজনক।
তবে কাজী মারুফ স্বীকার করেন যে, বর্তমান দর্শকদের রুচি বদলেছে। একসময় তাঁর সিনেমা দর্শকপ্রিয়তা পেলেও এখনকার প্রজন্ম গল্পনির্ভর সিনেমার তুলনায় অ্যাকশনভিত্তিক সিনেমা বেশি পছন্দ করেন। তাই হয়তো তাঁকে অনেকে চিনবেন না বা তাঁর সিনেমা দেখতে আগ্রহী নাও হতে পারেন।
এ ঘটনায় কাজী হায়াত ও কাজী মারুফের প্রতি নেতিবাচক মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ আসতে শুরু করে। ফেসবুকে মারুফের ইনবক্স ও মন্তব্যের ঘরে গালিগালাজ ও হুমকিরও সম্মুখীন হতে হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সিনেমা নির্মাতাদের অবশ্যই দায়িত্বশীল হওয়া উচিত এবং শুধুমাত্র অর্থের জন্য যা খুশি তৈরি করা ঠিক নয়।
এদিকে, ‘বরবাদ’ সিনেমার কিছু দৃশ্য রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার সঙ্গে মিল রয়েছে বলে আলোচনা চলছে। তবে নির্মাতারা দাবি করেছেন, এটি মৌলিক একটি কাজ। শাকিব খানের ভক্তদের প্রতিক্রিয়া ও কাজী হায়াতের বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক অব্যাহত থাকলেও, কাজী মারুফ চান না এই ঘটনায় তাঁর ও শাকিব খানের সম্পর্কের অবনতি হোক। তিনি শাকিব খানের উদ্দেশে বলেন, “শাকিব, তোমাকে ইচ্ছা করেই ফোন দিইনি, তুমি বিষয়টিদেখো।”