খেলা ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):লিওনেল মেসিকে কি ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে? ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে ৪-১ গোলে হারানোর পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে। ব্রাজিল ম্যাচে খেলেননি মেসি, উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচেও ছিলেন না তিনি। তবে দুই ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা, যা দলের শক্তির নতুন দিক উন্মোচন করেছে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেছেন, এখনো অনেক সময় আছে, দেখা যাক কী হয়। কোচের এমন মন্তব্যে জল্পনা আরও বেড়েছে। তবে স্কালোনি চান না, এই প্রশ্ন করে মেসিকে চাপে ফেলা হোক। তার মতে, সিদ্ধান্ত নেওয়ার অধিকার একান্তই মেসির এবং সঠিক সময়েই তিনি জানাবেন।
এই মুহূর্তে মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলছেন। চলতি মৌসুমে বেশ কয়েকবার চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। বর্তমানে তিনি অ্যাডাক্টর মাসলের চোটে ভুগছেন, যা তার খেলার ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি করেছে। তবে মেসির সতীর্থদের বিশ্বাস, তার এখনো অনেক কিছু দেওয়ার বাকি। ব্রাজিলের বিপক্ষে গোল করা তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ বলেছেন, মেসি থাকলে তারা হয়তো আরও ২-৩ গোল বেশি করতেন।
আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দি পলও মেসির গুরুত্ব নিয়ে কোনো সন্দেহ রাখেননি। ব্রাজিল ম্যাচের পর তিনি বলেছেন, আর্জেন্টিনা তখনই সবচেয়ে ভালো খেলে, যখন ১০ নম্বর জার্সিধারী মাঠে থাকেন, কারণ তিনিই সর্বকালের সেরা।
শেষ পর্যন্ত, মেসি খেলবেন কি না, সে সিদ্ধান্ত একমাত্র তারই। স্কালোনি যেমনটা বলেছেন, সময় আসলে মেসি নিজেই জানাবেন তার সিদ্ধান্ত। তবে আর্জেন্টিনা দলের ভেতরে ও বাইরে এখনো আশা বেঁচে আছে—বিশ্বকাপের মঞ্চে আরও একবার দেখা যাবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই মহাতারকাকে।