Saturday , April 19 2025
ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / ক্রিকেট / এনসিএলের শিরোপার লড়াইয়ে খুলনাকে ৩৮ রানে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো

এনসিএলের শিরোপার লড়াইয়ে খুলনাকে ৩৮ রানে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো

স্পোর্টস ডেস্ক, ২৩ ডিসেম্বের২০২৪ইং (ডিজিটাল বাংলাদেশ  রিপোর্ট): চলমান ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে গ্রুপ পর্বে ৭ ম্যাচের সবগুলো জিতে কোয়ালিফায়ার রাউন্ড নিশ্চিত করেছিল ঢাকা মেট্রো। তবে প্রথম কোয়ালিফায়ারে রংপুরের কাছে ৪ উইকেটের ব্যবধানে হেরে যায় ঢাকা মেট্রো।

 

সেই ঢাকাই এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে ৩৮ রানে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে মেট্রো। তাই ফাইনালে আবারও লড়াইয়ে নামবে রংপুর ও ঢাকা মেট্রো।

 

এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে যেতে খুলনা বিভাগের দরকার ছিল মোটে ১২০ রান। হালের ক্রিকেটে একেবারেই সহজ টার্গেট। বলপ্রতি রানই জয়ের জন্য যথেষ্ট। এমন অবস্থা থেকেও অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৮১ রানেই থামল খুলনার ইনিংস। এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের ৩৮ রানে হারিয়ে ফাইনালে চলে গেল ঢাকা মেট্রো। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে রংপুর।

 

সহজ লক্ষ্য পেলেও শুরু থেকেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। রানের খাতা খোলার আগেই তারা হারায় ২ উইকেট। শুরুর ধাক্কাটা দেন স্পিনার রাকিবুল হাসান। এরপর দলের খাতায় ৩ রান যোগ হতে মোহাম্মদ মিথুনের রান আউট চাপ বাড়ায়। হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন এনামুল হক বিজয়। ১৫ বলে ৩ চারের মারে ১৬ রান করে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন তিনি। দলীয় ৩৬ রানে পঞ্চম উইকেট হারায় নাহিদুল ইসলাম (৬)। এরপর কিছুটা প্রতিরোধ গড়েছিলেন নুরুল হাসান সোহান ও শেখ পারভেজ জীবন। কিন্তু ১৮ বলে ২২ রান করে দলীয় ৫০ রানে সোহান আর ২৬ বলে ১৫ করে দলীয় ৭৪ রানে জীবন আউট হলে, ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা।

 

৩ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন রাকিবুল হাসান। যদিও দলের পক্ষে ১৩ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত।

 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছিল ঢাকা মেট্রো। দলের হয়ে একাই হাল ধরেন অধিনায়ক নাঈম শেখ। তার ৫৩ বলে ৬ চার ও ১ ছক্কার মারে ৫৭ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রানের পুঁজি পায় ঢাকা।

 

খুলনার হয়ে ২টি করে উইকেট নেন মাসুম খান টুটুল, পারভেজ জীবন ও মেহেদী হাসান রানা। তবে ভালো করতে পারেননি চলতি এনসিএলে প্রথম ম্যাচ খেলা মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৩৫ রান খরচায় ১ উইকেট নিয়েছেন তিনি।

 

প্রথমবারের মতো আয়োজিত এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রংপুরের মুখোমুখি হবে ঢাকা মেট্রো। শিরোপার পাশাপাশি ম্যাচটি তাদের জন্য প্রতিশোধেরও মিশন। প্রথম কোয়ালিফায়ারে দলটির বিপক্ষে হেরেছিল তারা।

About digitalbangladesh24

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *